×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

Icon

nakib

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

বাগদাদে হাজার হাজার লোকের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

ইরাকের পতাকা নিয়ে বিশাল মিছিল

ইরাক থেকে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদে হাজার হাজার লোক রাস্তায় এসে কিক্ষোভ করছে। শুক্রবার দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদার আস- সাদার এ বিক্ষোভের ডাক দেন। “মিলিয়ন ম্যান মার্চ” নামের এ বিক্ষোভে ব্যাপক সংখ্যক লোক রাস্তায় নেমে এসেছে। ইরাকের আজকের এ মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে সময় ইরাক ও ইরানের প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমদের আহ্বানে ব্রিটিশ দখলদারির বিরুদ্ধে ইরাকের সর্বত্র গণ-প্রতিরোধ শুরু হয়। বিক্ষোভকারী নারী-পুরুষ ও শিশুরা ইরাকের পতাকা হাতে নিয়ে বাগদাদের সেন্ট্রাল স্কয়ারে জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা ; দখলদার বেরিয়ে যাও, নো আমেরিকা, আমেরিকার মৃত্যু হোক ও ইসরাইলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। [caption id="attachment_197849" align="aligncenter" width="700"] ইরাকের পতাকা নিয়ে বিশাল মিছিল[/caption] এ সময় শিয়া নেতা সাদার এক বিবৃতিতে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি বাতিলের আহ্বান জানান। তাছারা যুক্তরাষ্ট্রের নজরদারি বিমানগুলোকেও দেশটি থেকে প্রত্যাহার ও মার্কিন প্রেসিডেন্টকে ইরাকের কর্মকর্তাদের সাথে কথা বলার সময় উদ্ধত আচরণ না করতে বলেন। উল্লেখ্য, ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দাসকে মার্কিন ড্রোন হামলায় হত্যার পর দেশটি থেকে মার্কিন ষেন্য প্রত্যাহারের দাবি ওঠে। হামলার ২ দিন পরেই দেশটির সংসদে সকল বিদেশি সেনা প্রত্যাহারের বিল পাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App