×

সারাদেশ

বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৩:০২ পিএম

বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চায় না দেশে অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হোক। বিএনপির মহাসচিব যে কথা বলেছেন এটা তার মনগড়া কথা। এটা তাদের অভ্যাস। দেশে অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হোক তারা কখনো চায় না । শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা ভোট চুরির যে রাজত্ব শুরু করেছিল সেটা থেকে বেরিয়ে আসার জন্যই ইলেকট্রনিক ভোটের মেশিন(ইভিএম) দেশে আনা হয়েছে। এখন সারা বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রনিক ভোটের মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। সহজভাবে ভোট দেওয়ার জন্যই ইলেকট্রনিক ভোট মেশিন ব্যবহার করা হয়। বাংলাদেশের জনগণ তাদের ভোট যেন সহজভাবে প্রয়োগ করতে পারে, তারা যাকে ভোট দিতে চায় তাকেই যেন দিতে পারে এবং আধুনিক প্রযুক্তিতে যেন আমাদের নির্বাচন হয় সেজন্যই ইলেকট্রনিক ভোটের মেশিন নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক সেলিম ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা আওয়ামীলীগ নেতা দীপক ঘোষ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App