×

মুক্তচিন্তা

দৃষ্টান্তমূলক শাস্তিই শিশু ধর্ষণ রোধ করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৮:২৫ পিএম

দৃষ্টান্তমূলক শাস্তিই শিশু ধর্ষণ রোধ করবে

প্রতীকী ছবি

শিশু ধর্ষণ এবং শিশুর প্রতি যে কোনো ধরনের নির্যাতন থেকে পরিত্রাণ পেতে সামাজিক অস্থিরতা দূর করতে হবে। দেশে সুশিক্ষা ব্যবস্থা, সুস্থ সামাজিক পরিস্থিতি ও প্রগতিশীল সাংস্কৃতিক ধারা ফিরিয়ে আনতে হবে। নিম্নবিত্তের কর্মজীবী নারীদের ঘরে তাদের সন্তানদের সুরক্ষা দিতে হবে।
বছর শুরুর প্রথম ১১ দিনে শুধু রাজধানীতেই ৬ জন শিশু, কিশোরী ও তরুণী ধর্ষণের শিকার হয়েছে। প্রতিদিনই শিশু ধর্ষণ ও নির্যাতন-নিপীড়নে যোগ হচ্ছে নিত্যনতুন মাত্রা ও ধরন। আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু অপহরণ ও খুনের ঘটনা। ১৮ জানুয়ারি রাজধানীর শাহজাহানপুরে ৮ বছর বয়সের এক নিম্নবিত্তের শিশু পাশের বাড়ির দারোয়ান কর্তৃক ধর্ষিত হয়েছে। ১৭ তারিখে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণ করা হয়েছে। এর আগেও তাকে নানাভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। ১৩ জানুয়ারি সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এক গার্মেন্ট শ্রমিক তরুণীকে ৩৪ বছরের যুবক ধর্ষণ করেছে। ১০ জানুয়ারি রাজধানীর ভাটারায় ১২ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করেছে ৪ কিশোর। এ ছাড়া রামপুরায় ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩৮ বছর বয়সী এক বাবুর্চির বিরুদ্ধে। ৯ জানুয়ারি কামরাঙ্গীরচরে বান্ধবীর সহযোগিতায় ১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দুদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। ১০ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষিত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী দ্বারা। এ ছাড়া মৌলভীবাজারে এক তরুণী ও দিনাজপুরে এক শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর মিলেছে। ধর্ষণের মতো গর্হিত কাজে শুধু লম্পট, বখাটে কিশোর-যুবকরাই জড়িত নয়, ধর্ষকদের মধ্যে রয়েছে শিক্ষিত যুবসমাজ, রাজনৈতিক কর্মী, শিক্ষকসহ নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষ। কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া এক শ্রেণির বর্বর ছেলেরাও ধর্ষণ করে চলেছে অসহায় শিশুদের। নিকটাত্মীয়, পরিবারের সদস্য, সহকর্মী, যানবাহনের চালক-সহকারী, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষকের নাম উঠে আসছে ধর্ষকের তালিকায়। বিগত বছরেও দেশে শিশু ধর্ষণের চিত্র ছিল ভয়াবহ। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ৩৫৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে নিহত হয়েছে ২২ জন শিশু। ৫৩ জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বেসরকারি সংস্থার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ শিশু অধিকার ফোরাম’-এর প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালের প্রথম তিন মাসে ১৭৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা ১৯১৭ সালের তুলনায় ১৭ দশমিক ৬৭ শতাংশ বেশি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয় ২০ জন। ধর্ষণের দুঃখে আত্মহত্যা করে ৩ শিশু। এ ছাড়া ৮ জন প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। মাত্র তিন মাসে ২১ শিশুকে ধর্ষণের চেষ্টা, ৮ জনকে ইভটিজিং, ২৩ জনকে যৌন হয়রানি এবং ৩ শিশুকে পর্নোগ্রাফির শিকার হতে হয়। প্রতিনিয়ত পারিবারিক বিরোধ, প্রতিহিংসা, লোভ-লালসার বলি হচ্ছে অবুঝ শিশুরা। রাস্তাঘাটে, চলন্ত বাসে এমনকি নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা ধর্ষিত হচ্ছে। নিজ মা-বাবা, নিকটাত্মীয়ের কাছেও আজ শিশুরা নিরাপদ নয়। কখনো জন্মদাতা পিতার হাতেও শিশুসন্তানকে যৌন নিপীড়নের শিকার হওয়ার মতো অমানবিক ঘটনা ঘটছে কোথাও। নির্যাতন-নিপীড়ন থেকে বাদ যাচ্ছে না প্রতিবন্ধী শিশুরাও। ৪-৫ বছরের কিংবা এর চেয়ে কম বয়সের শিশুকে ধর্ষণেরও নজির রয়েছে এ দেশে। ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, হত্যার পর লাশ গুমের ঘটনাও বেড়ে চলেছে ক্রমাগত। নিম্নবিত্ত পরিবারের শিশুরা বাবা-মায়ের অনুপস্থিতিতে এক শ্রেণির লোকের টার্গেটে পরিণত হয়। শিশুদের ওপর বলপ্রয়োগ করে, ভয় দেখিয়ে ধর্ষণ করা সহজ। কর্মজীবী শিশু, গৃহকর্মীরা ধর্ষণের বেশি ঝুঁকিতে থাকে। এমনকি ওদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি করাও সহজ। যে বয়সে সমাজের প্রতিটি শিশু মানুষের স্নেহ-ভালোবাসা, আদর-যত্ন পেয়ে বেড়ে ওঠার কথা সেই বয়সে তারা হচ্ছে জিঘাংসার বলি। বর্তমান সময়ে নগর জীবনের ব্যস্ততার কারণে মা-বাবা তার সন্তানকে বঞ্চিত করছেন স্নেহ-আদর-ভালোবাসা, উপযুক্ত শাসন থেকে। দাদা-দাদি, চাচা-চাচির মতো নিকটাত্মীয়ের সান্নিধ্যবঞ্চিত শিশু-কিশোর ঘরের মাঝে একাকিত্বে ভোগে। শিশু-কিশোরের মনোজগতে বিশাল শূন্যতা বাসা বাঁধে। তারা খুঁজে নেয় বাইরের এক অচেনা-অজানা জগৎ। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিপথগামী বন্ধু-বান্ধবের সংস্পর্শে এসে ধীরে ধীরে ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। মাদকের অবাধ বিস্তার ধর্ষণের মতো অপরাধ বাড়িয়ে তুলতে সরাসরি প্রভাব ফেলছে। আকাশ সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং এর অপব্যবহার শিশু-কিশোরের চরিত্রকে প্রভাবিত করছে। দেশে কোথাও সুস্থ বিনোদনের সুযোগ নেই বলে অবসরে কখনো ইন্টারনেটে অশ্লীল ছবি, ভিডিও দেখে এবং ফেসবুকে বখে যাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগের অবাধ সুযোগে শিশু-কিশোররা পৃথিবীর বিভিন্ন দেশের অপরাধমূলক কর্মকাণ্ড দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে। শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতিচর্চা ও খেলাধুলার ব্যবস্থা না থাকায় ঝুঁকে পড়ছে নানা নেশায়, যা তাদের চরিত্র গঠনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শিশু-কিশোরদের চরিত্র গঠনে নেতিবাচক প্রভাবে যে ধর্ষণের বিস্তার তা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না। এমনকি ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। সম্প্রতি ধর্ষণের দায়ে অভিযুক্তদের দণ্ড প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত। শিশুকে যৌন নিপীড়নের মামলায় সিরাজগঞ্জের সদর উপজেলার এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে মীরসরাইয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার নানা সম্পর্কের ৬০ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের ভয়াবহ বিস্তার রোধে শিশু ধর্ষণকারীকে কেন মৃত্যুদণ্ড দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে ১৬ বছরের নিচে কেউ ভিকটিম হলে সেক্ষেত্রে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড প্রণয়ন করায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়েছেন আদালত। ধর্ষণের ঘটনায় কারো মৃত্যু হলে সে ক্ষেত্রে আইনে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন সাজার যে বিধান রয়েছে, সে যাবজ্জীবন সাজা উঠিয়ে দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে নারীদের স্বয়ংক্রিয় প্রতিরক্ষামূলক যন্ত্র অ্যান্টি রেপ ডিভাইস সরবরাহের বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। ধর্ষণ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের সহায়তা দিতে এক মাসের মধ্যে কমিশন গঠনের যে নির্দেশ দেয়া হয়েছে, ওই কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে আদালতে সুপারিশ দাখিল করতে বলা হয়েছে। শিশু ধর্ষণ এবং শিশুর প্রতি যে কোনো ধরনের নির্যাতন থেকে পরিত্রাণ পেতে সামাজিক অস্থিরতা দূর করতে হবে। দেশে সুশিক্ষা ব্যবস্থা, সুস্থ সামাজিক পরিস্থিতি ও প্রগতিশীল সাংস্কৃতিক ধারা ফিরিয়ে আনতে হবে। নিম্নবিত্তের কর্মজীবী নারীদের ঘরে তাদের সন্তানদের সুরক্ষা দিতে হবে। কর্মস্থলে শিশু-কিশোরীরা ধর্ষণের শিকার হয়, তাই শিশুদের কর্মে নিয়োগ বন্ধ করে শিক্ষাদানের ব্যবস্থা নিতে হবে। ধর্ষিতা ও তার পরিবারকে সরকারি ও বেসরকারি পর্যায়ে আইনি সহায়তা দিতে হবে। বাংলাদেশে ধর্ষণের শাস্তির জন্য যে আইনি বিধান রয়েছে তাতে ধর্ষিতাকে ধর্ষণের প্রমাণ করতে হয়। আলামত সংগ্রহ এবং যেসব পরীক্ষার মধ্য দিয়ে ধর্ষিতাকে যেতে হয়, তাও কঠিন। ধর্ষণের ব্যাপারে ধর্ষিতাকে পুলিশের জিজ্ঞাসাবাদও শিশু ও নারীর জন্য পীড়াদায়ক। মামলার দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতিও ধর্ষণকে উৎসাহিত করে। শিশু ধর্ষণের ঘটনার ভয়াবহতাকে জাতীয় সংকট হিসেবে বিবেচনা করে দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার ও বিচার সম্পন্ন করতে হবে। ধর্ষিতা নয়, ধর্ষককে নিরপরাধ প্রমাণ করতে হলে ধর্ষিতার ওপর শারীরিক ও মানসিক চাপ কমবে। ধর্ষণ প্রতিরোধে জাতীয় কর্মসূচি গ্রহণসহ শিশু ধর্ষণ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আদালত কমিশন গঠনের যে নির্দেশ দিয়েছেন সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ ব্যাপারে দ্রুততম সময়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। শিশু ও নারী ধর্ষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মুসাহিদ উদ্দিন আহমদ : কলাম লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App