×

বিনোদন

ঢাকায় শুরু ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৩:২৩ পিএম

ঢাকায় শুরু ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ঢাকায় শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবারের উৎসবে ঢাকার পাঁচটি ভেন্যুতে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন ব্যতীত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি চলচ্চিত্র প্রদর্শনী চলবে। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পরিচালক ফারিহা যাহিন বিভা জানান, ‘আয়োজনের ব্যাপকতার দিক দিয়ে এ উৎসবটি শিশুদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব, সম্ভবত বিশ্বের অন্যতম বৃহৎ একটি চলচ্চিত্র উৎসব। এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে।’ এই আয়োজনে বাংলাদেশি শিশুদের নির্মিত সিনেমাও প্রদর্শিত হবে। https://youtu.be/vLv6J6zHbLs

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App