×

রাজধানী

মিয়ানমারের বিষয়ে অ্যাডহক আদালত গঠনের পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৩:২৭ পিএম

মিয়ানমারের বিষয়ে অ্যাডহক আদালত গঠনের পরামর্শ

সাংবাদিক সম্মেলনে ইয়াং হি লি। ফাইল ছবি।

রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের দায়বদ্ধতা নিশ্চিত করতে মিয়ানমারের অ্যাডহক আন্তর্জাতিক আদালত স্থাপনের পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইয়াং হি লি বলেন, এ বিষয়ে বিস্তারিত লিখে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী মার্চে আমি প্রকাশ করবো। সিয়েরালিওন, রুয়ান্ডা বা বসনিয়া হার্জেগোভিনায় যেভাবে গণহত্যার বিচার হয়েছে এক্ষেত্রে সে ধরনেরই সুপারিশ করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে আজ যে যে সিদ্ধান্তই হোক, মিয়ানমারের উচিত হবে তা মেনে নেওয়া। পাশাপাশি সংকট নিরসনে মিয়ানমার যাতে দায়িত্ব অবহেলা না করেতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

চীন ও রাশিয়ার সমালোচনা করে ইয়াং হি লি বলেন, এই দুই দেশ যা আচরণ করছে তা আসলেই লজ্জাজনক। তারা নিরাপত্তা পরিষদে তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App