×

জাতীয়

বিভিন্ন প্রচার মাধ্যমে দৃষ্টি রোহিঙ্গাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৩:৫৫ পিএম

বিভিন্ন প্রচার মাধ্যমে দৃষ্টি রোহিঙ্গাদের
বিভিন্ন প্রচার মাধ্যমে দৃষ্টি রোহিঙ্গাদের
জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক আদালতের রোহিঙ্গা গণহত্যার অন্তর্বর্তীকালীন রায় প্রকাশ শুরু হয়েছে। এ রায়কে কেন্দ্র করে বিভিন্ন প্রচার মাধ্যমে চোখ রাখছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগে পালিয়ে আসা রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় ৩ টার দিকে অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। এসময় আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের মিথ্যাচার ও এই মানবতা বিরোধী অপরাধকে ঢাকার নানা অপচেষ্টার সমলোচনা করছেন। তারা বিশ্বাস করেন আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলায় তারা ন্যায় বিচার পাবেন। তারা বিশ্বাস করেন এই রায়ে তারা তাদের ন্যয্য অধিকার ফিরে পাবেন এবং নিজ দেশে ফিরে যেতে পারবেন। এরই লক্ষ্যে তারা রায়ের প্রতিটি নির্দেশনার দিকে নজর রাখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App