×

সাময়িকী

তাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৮ পিএম

তাপ
জড়িয়ে ধরেও এড়িয়ে যাবার তাপ জল জানে না রোদের অভিশাপ জীবন জানে না মিছিল কাহাকে চায় পলি সঙ্গমে সূর্যের অনেক দায় মূল্য জানে না বৃদ্ধির প্রতিবাদে বিপ্লবের মা রোজ গোপনে কাঁদে শক্তি জানে না বিনয়ও মৌরালায় জীবন আঁচে আগুনও ছাই সামলায় আনন্দমঠেও দুঃখের কষ, নীরবে একা বয় ভালোবেসে যে মরতে রাজি, বিষে তার কী ভয়! সূর্য জ্বেলে কাঁদতে গিয়েই চোখের মণি অন্ধ, হায়! ধানসিঁড়িঢেউ সোনালি আকাশে আজও একা সাঁতরায় জল থেকে তুলি ভালোবাসা, পাথরে ভাঙি সান্ত¡না গাছের কাছে ঝরাপাতার লিখিত কোনো ঋণ থাকে না সঞ্চয়িতার সর্ববীণাই কান্না দিয়ে বোনা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App