×

জাতীয়

ঠাণ্ডাজনিত রোগে ৫৭ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১১:০৮ এএম

ঠাণ্ডাজনিত রোগে ৫৭ জনের মৃত্যু

ফাইল ছবি।

চলছে শীতকাল। এ সময় ঠাণ্ডাজনিত নানা রোগের সংক্রমণ বেড়ে যায়। ঘটে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, এবারের শীত মৌসুমে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষাধিক মানুষ, যার অধিকাংশই বৃদ্ধ ও শিশু। এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ জন। শীতকালীন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়াসহ মারা যাওয়ার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগ ও রাজধানীর আশপাশের এলাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গতকাল বুধবার জানান, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৬৬ হাজার ১৮৭ জন শ্বাসতন্ত্রের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২২ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া ১ লাখ ৬০ হাজার ৪৮৩ জনের মধ্যে মারা গেছেন ৫ জন। এ ছাড়া শীতজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩২৯ জন। এদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। অন্য অসুস্থতার মধ্যে রয়েছে জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ, জ্বর ইত্যাদি।

এদিকে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৭১ জন শ্বাসতন্ত্রজনিত, ১ হাজার ৯৮৪ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া শীতজনিত অন্য রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫ জন। কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ সব রোগে শিশুদের আক্রান্তের হারই বেশি ছিল। তা ছাড়া শীতেও দূর হয়নি ডেঙ্গুর প্রকোপ। যা বাংলাদেশে এর আগে দেখা যায়নি।

এ বিষয়ে ডা. আয়শা আক্তার জানান, চলতি বছরের জানুয়ারি মাসের ২২ দিনে সারাদেশে ১৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫৪ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি আছেন ১৪ জন ডেঙ্গু রোগী। অন্য বিভাগের কোনো হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। তা ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুজনিত কারণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App