×

জাতীয়

টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জন’ শীর্ষক গোলটেবিল বৈঠক শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১২:৩৭ পিএম

টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জন’ শীর্ষক গোলটেবিল বৈঠক শুরু
ক্রমবর্ধনশীল বৈষম্য, প্রাকৃতিক সম্পদক হ্রাস, পরিবেশের ক্ষয়ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো সবার জন্য নিরাপদ পানির প্রাপ্যতা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধক। ‘বাংলাদেশের হাসপাতালগুলোতে নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অর্জন’ শীর্ষক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভোরের কাগজ কার্যালয়ের কনফারেন্স রুমে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ ও ভোরের কাগজ যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, এমপি। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের নির্বাহী পরিচালক এস. এম. এ. রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের বিভাগীয় প্রধান (গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মো. আহসান হাবিব। বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত আছেন সরকারি ও বেসরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App