×

সাময়িকী

এক বিষণ্ণ শীতের রাতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৫১ পিএম

এক বিষণ্ণ শীতের রাতে
-ফায়ার প্লেসের আগুনটা উস্কে দেই হাড্ডি কাঁপানো শীত, বাহিরে ঘন তুষারপাত! -লাগবে না, ভালোবাসার জাদুকরী উত্তাপ শরীর ও মনে, কাছেই থাকো নিবিড় একটু ভালোবাসি! -ইউ টিউবে নির্বাচিত বাংলা কবিতা আবৃত্তির ভিডিওগুলোর প্রদর্শন শেষ! -রিলোড করে দেই? -লাগবে না! মায়াবী ঐ ওষ্ঠ যুগল থেকে অনর্গল নিঃসারিত কথার মালাই পৃথিবীর শ্রেষ্ঠ আবৃত্তি! কবিতার পঙ্ক্তিমালা, কালজয়ী গজলের কাব্যাংশ! -আরেকটি ককটেল লাগবে কি? -লাগবে না! তুমিই আমার আজন্ম নেশা চুর হয়ে থাকি তোমাতেই নিরন্তর! প্রতিটি স্পর্শে ফোটে এক একটি সুরভিত লাল গোলাপ! চুম্বনে শুভ্র সুগন্ধি নিশিগন্ধা! আমার অন্য কিছুরই প্রয়োজন নেই শুধু তোমাকে ছাড়া, বিষণ্ণ হীম শীতের রাত তোমার স্পর্শে উষ্ণ দ্যুতিময়! এমনি রাতে ভালোবাসাবাসি ছাড়া অন্য কিছুই নয়!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App