×

সাময়িকী

একটি শীতকাল অথবা রাইটার্স ব্লক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

একটি শীতকাল অথবা রাইটার্স ব্লক
তুমি পাহাড় ঘুরতে গেলে আর আমার বুকের ভেতরটাও কেমন কঠিন হয়ে উঠল, লেখালিখি কিচ্ছু হচ্ছে না মনীষা। মানুষের কথা লিখতে বসি তার হাসির কথা লিখতে পারি না। ফুলের কথা লিখতে বসি ফুল ডানা মেলে উড়ে যায়। জলকে লিখি সে ভাসিয়ে নিয়ে যায় খাতার পাতা। আকাশের কথা নাইবা বলি, তোমার দুচোখ না দেখে আমার কখনও কি সকাল হয়েছে? তুমি না ঘুমালে আমার চোখে কখনও রাত নেমেছে? মনীষা কী দেখছ পাহাড়ে অত? এ সময় আমার বুকের থেকে ভালো সেখানে কোনো শীতকাল আছে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App