প্যাসিফিকে পাঁচ রজনি

আগের সংবাদ

রহিমুন্নিসা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র

পরের সংবাদ

দুই অধিনায়কের নজর শিরোপায়

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০ , ৮:৪৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০২০ , ২:০৮ অপরাহ্ণ

পাকিস্তান সফরে টাইগাররা খেলেতে যাবে কিনা এ বিষয় নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তবে যাই হোক নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পাকিস্তানে অবস্থান করছে মাহমুদউল্লাহর বাহিনী। শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর তিনটায় নিরাপত্তার চাদরে ঢাকা গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে টাইগারারা।

তাই মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। এ সময় দুই দলের অধিনায়ককেই দেখা যায়, হাসিমুখে ট্রফি হাতে ছবি তুলতে। এরপর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যেখানে দুদলের অধিনায়কই জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে ভাবছি না। প্লেনে ওঠার আগে দেশেই ওটা রেখে এসেছি। এই মুহূর্তে পাকিস্তানের মাঠে ভালো ক্রিকেট খেলার বিষয় শুধু চিন্তা করছি। ভালো একটি সিরিজ উপহার দিতে চাই সবাইকে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এক নম্বরে। বাংলাদেশ ৯ নম্বরে। তবে তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের সঙ্গে লড়তে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
মাহমুদউল্লাহ আরও বলেন, রেটিং নিয়ে ভাবলে সেটা খেলায় প্রভাব পড়বে। আমরা তাই বিষয়টি নিয়ে ভাবতে চাই না। আমরা জানি পাকিস্তান খুব শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়েও সেটা আমরা দেখছি। তা ছাড়া আমাদের টি-টোয়েন্টি গ্রাফের দিকে তাকালে দেখবেন সেটি বেশ ভালো।

তবে র‌্যাংকিং নিয়ে ভাবছেন পাকিস্তানের দলপতি বাবর আজম। তিনি বলেন, যখন আপনি এক নম্বর জায়গাটি ধরে রাখার কথা চিন্তা করবেন, তখন সবগুলো ম্যাচই আমাদের জন্য বাঁচামরার। আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করেছি। খেলোয়াড়দের বলে দিয়েছি, এক নম্বর পজিশন ধরে রাখতে হলে আমাদের মাঠে শত ভাগ দিতে হবে।

এনএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়