একটি শীতকাল অথবা রাইটার্স ব্লক

আগের সংবাদ

শীতে-মরা

পরের সংবাদ

ইশরাককে সমর্থন দিলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০ , ১০:০৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৩, ২০২০ , ১০:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্বামীবাগের স্কন মন্দিরে গেলে সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক তরুণ দে এ ঘোষণা দেন। এসময় ইশরাকের সাথে এডভোকেট নিতাই রায় চৌধুরী, অমলেন্দু অপু, দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, নির্জন বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন ।

এরপর লোকনাথ আশ্রম, গড়িয়া মঠ ও টিকাটুলি ভোলাগিরি আশ্রমে যান ইশরাক হোসেন। মন্দিরের পুরোতিগণসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমাদের মন্দিরে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসেছিলেন। তার সঙ্গে আমরা এখানে গণসংযোগে অংশ নিয়েছি।

তিনি বলেন, আমরা মনে করি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন ঢাকার মেয়র হওয়ার জন্য উপযুক্ত। আমরা এটাও বিশ্বাস করি, তরুণরাই আগামীতে ঢাকা সিটিকে নেতৃত্ব দিবেন। আমরা চাই তাদের নেতৃত্বে ঢাকা শহর পরিচালিত হোক। ইশরাককে এসময় ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়