×

সারাদেশ

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৪:৪৪ পিএম

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সীমান্ত: ফাইল ছবি।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হলেও তিনি নিখোঁজ রয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে আমঝোল সীমান্তের ৯০৭নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ আলী (৩০) ও একই এলাকার ওসমান আলীর ছেলে সুরুজ হোসেন (২০)।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, বেশ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। কোচবিহার জেলার সিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে সুরুজ আলী, সুরুজ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের সঙ্গীরা ৩ জনকেই উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুরুজ আলী ও সুরুজ হোসেনের মৃত্যু হয়। এতে অপর একজন আহত হন। তবে আহত ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App