×

রাজধানী

সিটি ভোটে গাফিলতি হলে কঠোর শাস্তি: সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৪:১৪ পিএম

সিটি ভোটে গাফিলতি হলে কঠোর শাস্তি: সিইসি

নির্বাচন কমিশন সচিবালয়ে বক্তব্য রাখছেন সিইসি। ছবি: ভোরের কাগজ

ঢাকার দুই সিটির ভোটে কারো কোনো ত্রুটি বিচ্যুতি, গাফিলতি হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সুচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় অন্য তিন কমিশনার, আইজিপি, ডিএমপি কমিশনার, রাবের ডিজি, আনসার ভিডিপির মহাপরিচালক সহ গোয়েন্দা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের দিকে আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে। আমি নির্বাচন নিয়ে কোনো ধরণের অভিযোগ শুনতে চাই না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখবো। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, কোনো গাফিলতি বা ত্রুটি বিচ্যুতি তদন্তে ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর হবো। কঠোর শাস্তি দেয়া হবে। তাই প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব সুনির্দিষ্টভাবে পালন করবেন আশা করি। এছাড়া প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টদের নিরাপত্তা দেবার নির্দেশ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App