×

জাতীয়

বিএনপি প্রার্থীদের গণসংযোগে হামলা, আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৮:২৮ পিএম

বিএনপি প্রার্থীদের গণসংযোগে হামলা, আহত ২০

হামলায় আহতরা। ছবি: ভোরের কাগজ।

ঢাকা উত্তর সিটির ১৮নং ওয়াডের বিএনপির কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েলে ও তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে জুয়েলসহ অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর কনফিডেন্স টাওয়ারের সামনে হামলার এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন হামলার শিকার নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।  উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এসব হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

হামলার শিকার কাউন্সিলর প্রার্থী জুয়েলে অভিযোগ করেন, তার নির্বাচনী গণসংযোগকালে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাকির হোসের বাবুলের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। সে সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি। জুয়েলের অভিযোগ, পুলিশ প্রহরায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। শুধু গণসংযোগেই নয়, পরে দুর্বৃত্তরা বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা চালায়।

এ ছাড়াও ৫০নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী দেওয়ান নাজিমুদ্দিনের ওপরও হামলা হয়েছে। এসময় প্রার্থীসহ অন্তত দশজন আহত হন। তাদের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আহত কর্মীদের খোঁজ নিতে যান উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউওয়াল।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিকালে ৫০নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শেষে চলে আসার পর তাদের ওপর হামলা চালানো হয়। ৩৪নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ জানান, প্রতিপক্ষ আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে। দিনে যেসব পোস্টার লাগানো হয়েছিল রাতে সেগুলো ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষরা। ৩১নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক খান রনির অভিযোগ, প্রতিদিনই পোস্টা ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে তার নির্বাচনী এলাকার পরিবেশ ভালো রয়েছে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App