×

সাহিত্য

৪২ তম প্রতিষ্ঠাবাষির্কীতে পদাতিকের ‘গুণজান বিবির পালা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৬:২০ পিএম

৪২ তম প্রতিষ্ঠাবাষির্কীতে পদাতিকের ‘গুণজান বিবির পালা’
৪২ তম প্রতিষ্ঠাবাষির্কীতে পদাতিকের ‘গুণজান বিবির পালা’
৪২ তম প্রতিষ্ঠাবাষির্কীতে পদাতিকের ‘গুণজান বিবির পালা’

পদাতিক নাট্য সংসদ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘গুণজান বিবির পালা। দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে নাটকটি পরিবেশন করেছে পদাতিক। ‘সাত ভাই চম্পা’ অবলম্বনে এই পালা নাটকটিকে পালা আকারে তুলে ধরা হয়েছে। সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় এই পালা নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মমিনুল হক দীপু, সাঈদা শামছি আরা, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন শিমুল, সালমান শুভ, ইকরাম, চমক, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, জবা, জীবন, শোভন, প্রান্ত, রোজা প্রমুখ।

১৯৭৮ সালের ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে পথচলা শুরু করে পদাতিক। একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ভিশন থিয়েটারের নাটক ‘গালিভারের সফর’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় সমতট নাট্যদল প্রযোজিত নাটক ‘উজান ভাইটাল কইণ্যা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App