×

জাতীয়

সাঈদ খোকন সবসময় সমর্থন দিচ্ছেন: তাপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পিএম

সাঈদ খোকন সবসময় সমর্থন দিচ্ছেন: তাপস

মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস/ছবি: মাছুদ পারভেজ আনিস।

বর্তমান মেয়র সাঈদ খোকন আপনাকে সহযোগীতা করছেন কি না, তাকে প্রচারণায় দৃশ্যমান দেখছি না এমন প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি (সাঈদ খোকন) এখনো মেয়র আছেন। সুতরাং আচরণ-বিধি লঙ্ঘণ করে কোনোকিছু আমরা প্রত্যাশা করি না। তবে তিনি সবসময় আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। মনোনয়ন না পাওয়ার কারণে তিনি হয়তো মনে একটু কষ্ট পেয়েছেন। সেটা স্বাভাবিক। সবার ক্ষেত্রেই সেটা হতে পারে। কিন্তু আমরা দলগতভাবে ঐক্যবদ্ধ হয়ে এক আছি। সবস্তরের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের রায়সাহেব বাজার মোড় থেকে ১২ তম দিনের নির্বাচনী গণসযোগের শুরুতেই এসব কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, এডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সরকার দলীয় নেতাকর্মীরা। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে রাজধানীর বৃহৎ অংশে আমরা প্রচারণা সম্পন্ন করতে পেরেছি। যেসব এলাকায় গিয়েছি গণসংযোগে ঢাকাবাসীর বিপুল সাড়া পেয়েছি। নির্বাচনে আমরা যে উন্নয়নের রুপরেখা দিয়েছি, তারা আমাদের নির্বাচনী রুপরেখা সাদরে গ্রহণ করেছেন। তিনি বলেন, ঢাকাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি তারা নৌকা মার্কায় ভোট দেবেন। আমাদের প্রাণের ঢাকাকে উন্নত নগরী গড়ার লক্ষ্যে আমরা একটি নবসূচনা, নবযাত্রা শুরু করব ইনশাল্লাহ। আমাদের এ যাত্রায় মানুষ দলমত নির্বিশেষে উন্নত ঢাকার পক্ষে রায় দেবে। বিএনপি বলছে, তাদের পক্ষে গণজেয়ার শুরু হয়েছে, এর মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছে, এটাকে তারা গণতান্ত্রিক মুক্তির আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবে- এ বিষয়ে আপনি কি বলবেন, এমন এক প্রশ্নের জবাবে ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবেন। কিন্তু আমাদের প্রতিদ্বন্দি প্রার্থী এ নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নয়, তারা এ নির্বাচনে অংশ নিচ্ছে তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে। কিন্তু আমরা এ নির্বাচনকে নিয়েছি ঢাকাবাসীর উন্নয়ন হিসেবে। তাদের উন্নয়নের জন্য কাজ করতে। এরপর তিনি পুরান ঢাকার সূত্রাপুর, কোতয়ালী, গেণ্ডারিয়া, ইসলামপুর, সদরঘাট এলাকায় পায়ে হেঁটে নৌকার পক্ষে গণসংযোগ চালান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App