×

বিনোদন

‘শিরোনামহীন’র গান গাইতে পারবে না তুহিন

Icon

nakib

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ পিএম

‘শিরোনামহীন’র গান গাইতে পারবে না তুহিন

তানযীর তুহিন

‘শিরোনামহীন’র গান গাইতে পারবে না তুহিন

তানযীর তুহিন

শিরোনামহীন ব্যান্ডের গান গাইতে পারবে না তুহিনের ‘আভাস’। গতকাল সোমবার এ রায় জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতে শিরোনামহীনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আভাস ব্যান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। উল্লেখ্য, ১৯৯৬ সালে যাত্রা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। ব্যান্ডে ভোকাল হিসেবে তানযীর তুহিন যোগদান করেন ২০০০ সালে। পরবর্তী সময়ে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘শিরোনামহীন’ থেকে বের হয়ে যান ভোকাল তুহিন। গড়ে তুলেন নতুন ব্যান্ড ‘আভাস’। তখন শিরোনামহীন ব্যান্ডের গান আভাস ব্যান্ডে গাওয়া নিয়ে দুই ব্যান্ডের মধ্যে আপত্তি দেখা দেয়। এরপর শিরোনামহীনের গান গাইতে তুহিনকে নিষেধাজ্ঞা দেয় কপিরাইট বোর্ড। কপিরাইট বোর্ডের পর দেওয়ানি আদালতও তুহিনকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা জানায়। ঢাকা জেলা জজ আদালতের রায়ে শিরোনামহীনের গান না গাইতে তুহিনের প্রতি বিচারিক আদেশ দেয়। এরপর মামলাটি হাইকোর্টে এলে শুনানি নিয়ে বিচারিক আদালতের আদেশ বহাল রেখে রায় ঘোষণা করে হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App