×

জাতীয়

পাঁচদিনে জন্য ৬৪ ম্যাজিস্ট্রেট চায় ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৫:২২ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) আসন্ন নির্বাচনে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সুবিধার্থে পাঁচদিনে জন্য ৬৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেয়ার নিমিত্তে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ জানুয়ারি) রাতে ইসির সিনিয়র সচিব (আইন-১) মো. আবু ইব্রাহীম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আইন ও বিচার বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করেন। এই প্রেক্ষিতে উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সংঘটিত অপরাধসমূহ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য আগামী ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেবার জন্য পত্র প্রেরণ করা হয়। কিন্তু নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি উক্ত ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার ভোটগ্রহণের দিন পুনঃনির্ধারণ করেছেন।

এমতাবস্থায়, ঢাকা উত্তর সিএটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০-এর বিধি ৮৬-তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭-এর উপবিধি (১) ও বিধি ৭৮-এর অধীন নির্বাচনি অপরাধসমূহ দ্য কোড অব ক্রিমিনাল, ১৮৯৮ অ্যাক্ট নং ভলিউম অব ১৮৯৮)-এর সেকশন ১৯০-এর সাব সেকশন (১)-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের নিমিত্ত গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের প্রেরিত পত্রের ছক মোতাবেক আগের নির্ধারিত তারিখের পরিবর্তে পুনঃনির্ধারিত ভোটগ্রহণের তারিখের পূর্বের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ৬৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেবার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App