×

আন্তর্জাতিক

গণহত্যার বিষয়ে মিয়ানমারের অস্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০২:০৪ পিএম

গণহত্যার বিষয়ে মিয়ানমারের অস্বীকার
রাখাইনে ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর কঠোর অভিযানের সময় কোন প্রকার গণহত্যার ঘটনা ঘটেনি বলে প্রতিবেদন দিয়েছে মিয়ানমার সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশন। তবে প্রতিবেদনে সেখানে কিছু সেনাসদস্য যুদ্ধাপরাধের মতো কিছু অপরাধ সংঘটিত করেছেন বরে উল্লেখ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন জমা দেয় স্বাধীন এই তদন্ত কমিশনটি। তদন্ত কমিশন বলেছে যে, নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তা নিরীহ গ্রামবাসীকে হত্যা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াসহ নানা ভাবে শক্তিমত্তার অপব্যাহার করেছে; যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। তবে একটি জাতি, গোষ্ঠী, জাতিগত বা ধর্মীয় সংগঠনকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সেখানে অপরাধ সংঘটিত হয়েছে- এ নিয়ে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। সেজন্য এঘটনাকে গণহত্যা বলা যায় না। মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট মঙ্গলবার এক বিবৃতিতে বলেছিলেন, কমিশন অনুসন্ধানে সরকার "একমত হয়েছে" এবং বিশেষত বেসামরিক নাগরিক ও রোহিঙ্গা জঙ্গিবাদীদের দ্বারা অভিযুক্ত অপরাধের জন্য আরও তদন্ত করা হবে। তবে কমিশনের এই তদন্ত প্রতিবেদন কে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং রোহিঙ্গা নেতারা গণহত্যা মামলায় জাতিসংঘের সর্বোচ্চ আদালতের প্রত্যাশিত রায় হওয়ার আগে "হোয়াইটওয়াশ" হিসাবে প্রত্যাখ্যান করেছেন। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ এই প্রতিবেদনটিকে বিশ্ববাসীর চোখে ধুলো দেয়ার কৌশল উল্লেখ করে বলেন,"আমরা কয়েক দশক ধরে নিপীড়িত হচ্ছি। সে সময় আমাদের বহু মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের মহিলা ধর্ষণ করা হছেল, আমাদের শিশুদের আগুনে নিক্ষেপ করা হয়েছে এবং আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে। এটি যদি গণহত্যা না হয় তবে কী?" তিনি আরো বলেন, এখনও পর্যন্ত কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যার দায়ে ১০ বছরের জন্য জেল হওয়া সাত সৈন্যকে এক বছরেরও কম সময় কারাগারে থাকার পরে গত বছরের নভেম্বরের প্রথম দিকে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে ব্যাপক দমন-পীড়নের মুখে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App