×

রাজধানী

সড়ক অবরোধ করে এফডিসির কর্মচারীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০১:২৪ পিএম

সড়ক অবরোধ করে এফডিসির কর্মচারীদের বিক্ষোভ

এফডিসির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: ভোরের কাগজ।

সড়ক অবরোধ করে এফডিসির কর্মচারীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে রেখেছে এফডিসির কর্মচারিরা। ছবি: ভোরের কাগজ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে ফডিসির কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর (৪৫) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এফডিসির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এফডিসির কর্মচারীরা। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তারা এ বিক্ষোভ শুর করেন।

এদিকে থানা হেফাজতে আবু বকরের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে ডিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে আবু বকরের মৃত্যু আত্মহত্যা বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[caption id="attachment_196763" align="aligncenter" width="687"] সড়ক অবরোধ করে রেখেছে এফডিসির কর্মচারিরা। ছবি: ভোরের কাগজ।[/caption]

গলায় ফাঁস দিয়ে আবু বকর আত্মহত্যা করেছেন বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের দাবি। তবে আবু বকরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি।

থানা থেকে যায়, আবু বকরের বিরুদ্ধে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে এক নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পরে মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করলে আবু বকর আত্মহত্যা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App