×

সারাদেশ

শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন, মা আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০২:৪১ পিএম

শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন, মা আহত
ছেলের হাতে খুন হলো বাবা আর আহত হলো মা। ঘটনাটি ঘটেছে রবি বার সন্ধ্যা ৭টায় শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের শেতিনারায়নপুর বড় বাড়িতে। মাকে গুরুতর আহতাবস্থায় শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে নিহতের ছোট ছেলে বাদি হয়ে ঘাঁতক বড় ভাইয়ের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা রজু করেছেন। জানাযায়, ঘটনার দিন বাবা ছেরাগ আলীর (৭৫) সাথে বড় ছেলে এমরান হোসেনের (৪০) তুচ্ছ কথা নিয়ে বাক-বিতণ্ডার হওয়ার এক পর্যায় ছেলে উত্তেজিত হয়ে বাবাকে ধারালো দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় মা ফুলমতি তার স্বামীকে উদ্ধার করতে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলে বাবা ছেরাগ আলীর মৃত্যু হয়। বাড়ির লোকজন ডাকচিৎকার শুনে এগিয়ে আসতে চাইলেও একরাম দা নিয়ে তেড়ে আসলে সবাই প্রাণের ভয়ে সরে গেলে ঘাঁতক এমরান হোসেন প্রকাশ আকবর হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই রাতে লাশের সুরত হাল শেষে লাশ থানায় নিয়ে আসেন এবং পরের দিন সোমবার (২০ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে পাঠান। এ বিষয়ে মৃত ছেরাগ আলীর ছোট ছেলে ছোলেইমান বাদি হয়ে ঘাঁতক বড় ভাই এমরান হোসেন প্রকাশ আকবর হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রজু করেন। এই হত্যা মামলাকে অন্যদিকে প্রবাবিত করতে ঘাঁতক এমরানকে অনেকে মানষিক (পাগল) রোগী বলে অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়রা মন্তব্য করেন। ছেরাগ আলী বিএডিসি’র তৃতীয় শ্রেণীর (গাড়ি ড্রইভার) অবসরপ্রাপ্ত কর্মচারি ছিলেন। কেউ কেউ বলছে তিনি প্রায় ৩ একর সম্পত্তির মালিক থাকাসত্বেও তিন ছেলেকে বাড়িতে না রেখে তাদের দূরে সরিয়ে রাখতেন। প্রায় সময় বড় ছেলে বিভিন্ন কারনে অ-কারণে বাবা মাকে মারধর কতো। এ হত্যার ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন সন্দেহের দানা বাঁধতে শুরু করেছ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App