×

খেলা

লাল-সবুজের প্রতিনিধিদের ভাবনায় বুরুন্ডি

Icon

nakib

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:২৫ পিএম

লাল-সবুজের প্রতিনিধিদের ভাবনায় বুরুন্ডি
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল। শ্রীলঙ্কাকে হারিয়ে সেটা পূরণ হয়েছে বাংলাদেশ কোচ জেমি ডের। এখন তার পরবর্তী টার্গেট ফাইনাল খেলা। লক্ষ্যের দ্বিতীয় ধাপ পূরণ করতে বাংলাদেশকে হারাতে হবে বুরুন্ডি নামের এক আফ্রিকান দলকে- যারা ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে যোগ্যতার প্রমাণও করেছে দলটি। সহজ দুই জয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়া ৬ দেশের মধ্যে কাগজ-কলমে বরুন্ডি শক্তিতে দ্বিতীয় অবস্থানে। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই সম্ভাব্য দুই ফাইনালিস্টের একটি হিসেবে দেশটির নামও বলেছেন। দুই ম্যাচে ৭ গোল দিয়ে নিজেদের সেই জাতটা চিনিয়েছেন বুরুন্ডির ফুটবলাররা। চলতি আসরে বুরুন্ডি অধিনায়ক ট্যাম্বায়ে আমিসি করেছেন জোড়া গোল। হ্যাটট্রিক পাওয়া বুরন্ডির ফরোয়ার্ড শিমিরিমানা জসপিন ৪ গোল করে টুর্নামেন্টে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন। উচ্ছসিত বুরুন্ডির কোচ বিফুবুসা এখন সেমিফাইনালের অপেক্ষায়। প্রথম ম্যাচে মরিশাসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বুরুন্ডি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক আফ্রিকান দেশ সিসেলেসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠে বরুন্ডি। দুই ম্যাচেই আগে গোল হজম করার পরে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫১ নম্বরে অবস্থান করা আফ্রিকার দেশটি। বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে তাই সেমিফাইনালে বুরুন্ডির আক্রমণভাগ নিয়েই আছেন যত ভয়ে। এখানে তার আরেকটি ভয়ের কারণ, অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের সাসপেনশন। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অহেতুক লালকার্ড পান এই ডিফেন্ডার। তাইতো সেমিফাইনালে বুরুন্ডিকে ফেভারিট মেনেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। জেমি ডের মতে, তাদের আক্রমণভাগ অনেক শক্তিশালী। ফিজিক্যালিও তারা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে, ম্যাচটি ৬০-৪০ হবে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কাছে হার মেনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে খেলতে পারেননি। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে সে ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জেতে বাংলাদেশ সেমিফাইনালে উঠে। সুখবর হচ্ছে, ফিলিস্তিন ম্যাচে পাওয়া চোট কাটিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন জামাল। আজ থেকে অনুশীলনে অংশ নেবেন তিনি। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনাল খেলতে কোনো সমস্যা হবে না বলে জানান বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল (৭টি) দেয়া দল বুরুন্ডি। সেমিফাইনালে বাংলাদেশের জন্য তাই অপেক্ষা করছে আরেক কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী পরশু ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ফুটবলারদের উৎসাহ বাড়াতে এই মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দেন তিনি। শুধু চ্যাম্পিয়ন হলেই না, ফাইনালে উঠলেও খেলোয়াড়দের পুরস্কার দেবেন বাফুফে সভাপতি। রানার্সআপ হলে ফুটবল দলের জন্য পুরস্কার ৫০ হাজার মাকির্ন ডলার। অর্থাৎ কাজী মো. সালাউদ্দিনের পুরস্কার পেতে হলে ফুটবলারদের ফাইনালে উঠতেই হবে। অর্থাৎ আফ্রিকার দেশকে হারিয়ে ফাইনালে উঠার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App