×

রাজধানী

পুলিশের ওপর বোমা হামলায় দুই জেএমবি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:০০ এএম

পুলিশের ওপর বোমা হামলায় দুই জেএমবি আটক

আহত পুলিশ সদস্যরা।

পুলিশের ওপর বোমা হামলায় দুই জেএমবি আটক

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল। ছবি : ভোরের কাগজ।

পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) অভিযান চালিয়ে রাত সাড়ে  ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকা হতে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জামাল উদ্দিন রফিক ও মোঃ আনোয়ার হোসেন। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য এবং পুলিশের ওপর বোমা হামলার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিল।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কালো পোশাক পরিধান করে খেলনা অস্ত্র, বোমাসহ সুইসাইডাল ভেস্ট পরে বিভিন্ন উগ্রবাদী কথাবার্তা সম্বলিত একটি ভিডিও ক্লিপ অনলাইানে প্রচার করেছিল। পুলিশের মনোবল ভেঙে দিতে তারা এ ভিডিও ক্লিপ প্রচার করেছে।

[caption id="attachment_196698" align="aligncenter" width="700"] আহত পুলিশ সদস্যরা।[/caption]

এর আগে এই হামলার ঘটনায় ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর, মেহেদী হাসান তামিম ও মিশুক খানদেরকে গ্রেপ্তার করা হয়।

২০১৯ সালে রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশকে লক্ষ করে হাতবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর মধ্যে খামারবাড়ির বোমাটি অবিস্ফোরিত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App