×

আন্তর্জাতিক

পানামায় ধর্মীয় আয়োজনে ‘পাপ মোচনে’ ৭ হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৩৯ এএম

পানামায় ধর্মীয় আয়োজনে ‘পাপ মোচনে’ ৭ হত্যা
পানামায় উদ্ভট এক ধর্মীয় অনুষ্ঠানে আদিবাসীদের ঘিরে রেখে তাদের পাপের অনুশোচনা করাতে নির্যাতন, মারধর, শরীরে আগুন দিয়ে ও কুপিয়ে ৭ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তান রয়েছেন। গত সপ্তাহের মঙ্গলবার ক্যারিবীয় উপক‚লের নিকটবর্তী দুর্গম আদিবাসী এলাকা এনগাবা বুগলে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান। এই ঘটনায় ভয়াবহ নির্যাতনের শিকার হন আরো ১৪ জন। ঘটনাস্থল থেকে আদিবাসী গোষ্ঠী নগাবা বুগলির ১৪ সদস্যকে মুক্ত করে পুলিশ। তাদের শরীরে কাঠ ও বাইবেল বাঁধা ছিল। জানা যায়, ক্যারিবীয় উপক‚লের নিকটবর্তী দুর্গম আদিবাসী এলাকা এনগাবা বুগলের একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্যাতনের এই দৃশ্য দেখতে পান স্থানীয় প্রসিকিউটর রাফায়েল বালোয়েস। রাফায়েল বলেন, তারা একটি কাঠামোর মধ্যে এই রীতি পালন করছিল। সেখানে আদিবাসীদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পুলিশ জানায়, নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তান রয়েছেন। নির্যাতন চালিয়ে হত্যার পর একটি গণকবর খুঁড়ে তাদের ফেলে রাখা হয় সেখানে। গত শনিবার থেকে দুর্গম এই অঞ্চলে অনুষ্ঠানটি শুরু হয়। এর মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান প্রসিকিউটর রাফায়েল বালোয়েস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App