×

সাহিত্য

জাতীয় নাট্যশালায় ইশরাত নিশাতকে শেষ শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৩:৫০ পিএম

জাতীয় নাট্যশালায় ইশরাত নিশাতকে শেষ শ্রদ্ধা

অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত

নাট্যমঞ্চের অতি পরিচিত মুখ ইশরাত নিশাত আর নেই। রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে তাকে সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সামনে আনা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নির্দেশনায় ‘দেশ নাটকে’র প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। নাসির উদ্দীন ইউসুফের আলোচিত ‘আলফা’ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। অনেক নাটকে ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছিলেন অনন্য।

প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাতকে প্রায় প্রতিদিনই শিল্পকলা একাডেমিতে দেখা যেত। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে যার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার। যে কারণে নাট্যাঙ্গনের ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন ইশরাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, নাট্যজীবন শুরু করার পর থেকে একটি দিনও নেই যে নিশাত এ জগৎ থেকে দূরে থেকেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App