×

রাজনীতি

হকার পুনর্বাসন করার অঙ্গীকার তাপসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০২:৪২ পিএম

হকার পুনর্বাসন করার অঙ্গীকার তাপসের

নির্বাচনী প্রচারণায় তাপস। ছবি: ভোরের কাগজ।

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ঢাকাবাসীর কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ইভিএম একটা আধুনিক প্রযুক্তি। ঢাকাবাসী এটাকে সাদরে গ্রহণ করেছে। একটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক ও উৎসবমূখর নির্বাচনের মাধ্যমে তারা তাদের সেবক নির্বাচিত করবেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর জোরপুকুর খেলার মাঠে ১১তম দিনের নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। শেখ তাপস বলেন, বিএনপি উন্নয়নের জন্য নয়, ঢাকাবাসীর সেবা বা কষ্ট লাঘবের জন্য নয়। তাদের ভাষায় তারা এ নির্বাচনে এসেছে তাদের নেত্রীকে মুক্ত করতে। কিন্তু ঢাকাবাসী তাদের এসব গ্রহণ করবে না। তাই তারা (বিএনপি) নতুন করে ইভিএমের বিষয়ে বিতর্ক তুলছে। কিন্তু ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শঙ্কা আমি দেখিনি। ব্যারিস্টার তাপস বলেন, আমাদের উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী গ্রহণ করেছে। এভাবে উন্নয়নের রূপরেখা এই নির্বাচনেও কেউ দেয়নি, এর আগেও দেয়নি। ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাদের রূপরেখা গ্রহণ করেছেন। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি ইশতেহার প্রণয়ন করছে। দুয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করবো। বায়ুদূষণমুক্ত শহর গড়ার পরিকল্পনা নিয়ে ব্যারিস্টার তাপস বলেন, বায়ুদুষণে ঢাকা আক্রান্ত। ঢাকাকে সবুজ-শ্যামল নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এই বায়ুদূষণ যেন রোধ করা যায়, ঢাকাকে সেভাবেই গড়ে তুলতে চাই। ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা তুলে ধরে শেখ তাপস বলেন, মহাপরিকল্পনার আওতায় আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল নগরী হিসেবে গড়ে তুলব। রাস্তা ও ফুটপাত পর্যায়ক্রমে অবমুক্ত করার ব্যবস্থা নেব। তিনি বলেন, ফুটপাতের হকাররা শোষিত। তাদের বিভিন্নভাবে শোষণ করা হয়। এর আগে হকারদের পুনর্বাসনের কথা বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আমরা অগ্রাধিকারভিত্তিতে রাস্তা নির্ধারণ করে তথ্যভান্ডার সৃষ্টি করব। তথ্যভাণ্ডারের আওতায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করব। পর্যায়ক্রমে তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব। এভাবে ফুটপাতগুলোকে হকারমুক্ত করব। আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে ফজলে নূর তাপস বলেন, নির্বাচনী প্রচারণা যতদিন চলবে, তাদের এই অভিযোগ চলতেই থাকবে। এটা বিএনপি প্রার্থীর একটা রাজনৈতিক কৌশল। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নিছক অভিযোগ করতে হয় বলে, তারা মিথ্যা অভিযোগ করছে। নতুন ১৮টি ওয়ার্ড নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে শেখ তাপস বলেন, নতুন ওয়ার্ডগুলোতে ইতোমধ্যে কিছু উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমি মেয়র হলে সেই কাজগুলি সম্পাদন করব। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে এসব ওয়ার্ডে উন্নয়ন করব। মেয়রপ্রার্থী তাপস তিলপাপাড়া, সি-ব্লক, গোড়ান, সিপাহীবাগ, নবাবী মোড়সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে গণসংযোগ করেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের হাতে নৌকার লিফলেট তুলে দেন। হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছা জানান ও তাদের শুভেচ্ছার জবাব দেন। গণসংযোগে ব্যারিস্টার তাপস ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম মাহবুব ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থী ফারহানা ইসলাম ডলির পক্ষেও ভোট চান। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম মিলন, মোর্শেদ কামাল, যুব লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আমেদ মহী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল আলম মিল্টন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, শেখ আনিসুজ্জামান রানা, বর্তমান সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App