×

খেলা

অনুশীলনে ঘাম ঝরালেন টাইগাররা

Icon

nakib

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

অনুশীলনে ঘাম ঝরালেন টাইগাররা
দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের আঁটসাঁট অনুশীলন করেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। প্রথম দিন অনুপস্থিত থাকা তিন সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান ও নাজমুল হাসান দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন। আজ প্রস্তুতির শেষ দিনের অনুশীলন শুরু হবে দুপুর ১টায়। আজ শেরেবাংলায় অনুশীলনে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ব্যাটিং করছেন আর বোলিংয়ে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। স্লিপ থেকে শুরু করেন গালি, পয়েন্ট, কাভার পয়েন্ট ও কাভার পর্যন্ত রুবেল হোসেন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাকেঞ্জির ব্যাট থেকে মুহুর্মুহু ক্যাচ আসছে আর তা লুফে নিতে ঝাঁপিয়ে পড়ছেন তারা। কোনোটি তালুবন্দি হচ্ছে, কোনোটি মুঠো গলে বেরিয়ে যাচ্ছে। তালুবন্দি করতে পারলেই দুই কোচের প্রশংসা বাক্যে ভাসছেন। আর না পারলে সজোরে চিৎকার-হচ্ছে না, কাম অন। নিজেদের শুধরে নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ছেন ক্যাচগুলোকে মুঠোবন্দি করতে। তাদের শেষ হতেই আসছেন আরো পাঁচজন। ওদিকে শহীদ জুয়েল সংলগ্ন ড্রেসিংরুমের সামনে এই সিরিজকে সামনে রেখে স্পিন বোলিং কনসালট্যান্ট ও ফিল্ডিং কোচ সোহেল ইসলাম করাচ্ছেন থ্রো অনুশীলন। ফিল্ডিং অনুশীলন শেষে মিনিট দশের বিশ্রাম নিয়ে ব্যাটসম্যানরা ছুটেন ইনডোরে ব্যাটিং অনুশীলনে। একেবারে আঁটসাঁট অনুশীলন যাকে বলে। এভাবেই চলে দ্বিতীয় দিনের ঘাম ঝরানো অনুশীলন। ওদিকে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ওপেনিংয়ে ব্যাট করা ৬ খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছে পাকিস্তান সফরের বাংলাদেশ দলে। লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিয়মিত ওপেনার তামিম ইকবালও। তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না ডমিঙ্গো। ১৫ সদস্যের দলে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তর মতো নিয়মিত পাঁচজন ওপেনার। আফিফ হোসেন ধ্রুবও এবারের বিপিএলে ওপেনিংয়ে ব্যাটিং করে নজর কাড়েন। তাই শেষ পর্যন্ত জাতীয় দলে কারা খেলবেন এ নিয়ে আলোচনার শেষ নেই। এ প্রসঙ্গে রাসেল ডমিঙ্গো বলেন, সেরা খেলোয়াড়রা যে কোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে খেলতে পারে। আপনি যদি মরগানকে তিন থেকে ছয়ের মধ্যে নামান দেখবেন সব জায়গায় সে সফল। আপনি যদি কেন উইলিয়ামসনকে তিন থেকে পাঁচের মধ্যে কোথাও নামান দেখবেন সে এর জন্য একটা পথ খুঁজে নিয়েছে। এত ওপেনারের ভিড়ে মিডল অর্ডারে শক্তিটা কিছুটা হলেও দুর্বল হচ্ছে। তার ওপর মুশফিকুর রহিম পাকিস্তানে যাচ্ছেন না। মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া মিডল অর্ডার সামলানোর ব্যাটসম্যান নেই। তাই ওপেনারদের দিয়েই এ কাজটি সামলাতে হবে। এমনকি সেটা হতে পারে সাত নম্বর পজিশনেও। ডমিঙ্গো বলেন, খেলায় নতুন কিছু খুঁজে পেতে এটা তরুণদের জন্য ভালো সুযোগ। আমি নিজেও খুব রোমাঞ্চিত। লিটনের মতো খেলোয়াড় একটা ম্যাচের জন্য চার নম্বরে কিংবা দুইয়ে খেলতে পারে, সেটা ভালো। মিঠুন তিন নম্বরে ব্যাট করতে পারে, এটাও ঠিক আছে। আফিফ ছয় নম্বর থেকে ওপেনিংয়ে আসতে পারে। তাদের এসব শিখতে হবে। ডমিঙ্গো আরো বলেন, সৌম্য যেমন ভারতে তিন নম্বরে ব্যাট করেছে, হয়তো সে পাকিস্তানে ছয় নম্বরে ব্যাট করতে পারে। রিয়াদ হয়তো পাঁচ নম্বরে খেলতে পারে। আফিফ ভারতে সাত নম্বরে খেলেছে। সে হয়তো তিনে বা চারে খেলতে পারে। শান্তও ভালো করেছে। আমাদের সব বিকল্প ভালোভাবে দেখতে হবে। তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল রাতে পাকিস্তানের বিমানে উঠবে টিম বাংলাদেশ। ২৪ জানুয়ারি রাওয়ালপিন্ডির গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App