×

জাতীয়

অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন ৩৫৯৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৭:১০ পিএম

অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন ৩৫৯৭

তথ্যমন্ত্রী হাছান মাহম্মুদ/ ফাইল ছবি

দেশে বর্তমানে সরকারি বেসরকারি প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩১৬৫টি (ডিসেম্বর ২০১৯)। এর মধ্যে সরকারি প্রিন্ট মিডিয়ার সংখ্যা ১টি। সেটি হলো রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক ‘বার্তা’ যেটি একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত। বেসরকারি মিডিয়ার সংখ্যা ৩১৬৪টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ৫২০টি। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ৩৫৮টি, পাক্ষিক ১৪৯টি ও মাসিক ২৭৬ টি। সোমবার (২০জানুয়ারি) জাতীয় সংসদে মো. শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী হাছান মাহম্মুদ এ তথ্য জানান। মন্ত্রী আরো জানান, দেশে ৪টি সরকারি ৩০টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার করছে। ১৪টিআঞ্চলিক কেন্দ্রের বাধ্যমে রাষ্ট্রীয় গণমাধ্যম বেতার সম্প্রচর কার্যক্রম পরিচালনা করছে। বেসরকরি খাতে ২৩টি বাণিজ্যিক এফএম ও ১৮টি কমিউনিটি রেডিও বেতার সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। তথ্য মন্ত্রী জানান, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে। সম্প্রচারও গণমাধ্যম সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রনীত হয়েছে। নীতিমালা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। অনলাইন গণমাধ্যম রেজিস্ট্রেশনের জন্য এই পর্যন্ত ৩ হাজার ৫৯৭টি আবেদন পড়েছে। আবেদনপত্র সমূহ যাচাই বাছাই করে তালিকাসহ তথ্যমন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে বেসরকারি খতে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩৩ টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমতি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App