×

রাজধানী

সিটি নির্বাচনের ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১১:৪১ এএম

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে আগামী পহেলা ফেব্রুয়ারি। এই নির্বাচনে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ এর উপ-বিধি ২ অনুসারে ঢাকা দুই সিটির চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ ভোটারের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি, ভোট কক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। তবে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা না থাকলেও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭৫৪টি।  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ ভোটারের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি, ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮টি। এই সিটিতেও নেই অস্থায়ী ভোটকেন্দ্র তবে অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App