×

জাতীয়

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

Icon

nakib

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৬:৩৫ পিএম

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

শাহরিয়ার কবির -ফাইল ছবি

মুজিববর্ষে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। শুধুমাত্র আতশবাজি আর উৎসবের মধ্যে মুজিববর্ষ পালন সীমাবদ্ধ রাখলে চলবে না। আন্তর্জাতিক পর্যায়ে শান্তির জন্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নোবেল শান্তি পুরস্কারের সমান একটি পুরস্কার ঘোষণার দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ রবিবার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচার আপিল বিভাগে কেন জমে থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিকে বিলুপ্ত করতে হবে। তা না হলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন হবে না। বক্তারা বলেন, বঙ্গবন্ধু দর্শন ধারণা করলে মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর আদর্শ শুধু স্লোগানেই থেকে যাবে। আমরা শুধু ধর্মনিরপেক্ষতার কথা বলি, কিন্তু প্রতিটি ধর্মের মর্যাদা দিতে পারিনা। বক্তারা বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির বড় দাবি ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা।নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার জন্য ২৮ বছর ধরে সংগ্রাম করছে তার পরেও সংবিধানের সাম্প্রদায়িকতার চিহ্ন এখনো রয়ে গেছে ৭২ এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল এখন নেই। ৭২ এর সংবিধান ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু এখন আমাদের সংবিধান। ধর্মের নামে উম্মাদনা সংঘাত সহিংসতা বেড়েই চলছে। অনুষ্ঠানে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন, শিক্ষাবিদ মমতাজ লতিফ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী অ্যারোমা দত্ত, রাজনীতিবিদ ও সাংসদ ফজলে হোসেন বাদশা, নারীনেত্রী ও সাংসদ শিরীন আক্তার, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App