×

জাতীয়

বিশ্ব ইজতেমার দুই পর্বে ২৪ মুসল্লির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১০:৪৫ এএম

বিশ্ব ইজতেমার দুই পর্বে ২৪ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণ জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ভিড় এখন তুরাগমুখী। রবিবার বেলা ১১টায় আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা জমশেদ । ভোরে বাদ ফজর বয়ান করেন মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসেকুল ইসলাম। আখেরী মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসছেন দলে দলে। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। ইজতেমার দুই পর্বে সড়ক দুর্ঘটনা, বার্ধক্য ও অসস্থ্যজনিত কারণে ২৪জন মুসল্লির মৃত্যু হয়েছে। পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গত ০৯ জানুয়ারি জানুয়ারি মারা যান সিরাজগঞ্জের খোকা মিয়া। পরের দিন ১০ জানুয়ারি রাত ১টার দিকে বার্ধক্য জনিত কারণে মারা যান চট্টগ্রামের মোহাম্মদ আলী, একই দিন রাজশাহীর চারঘাটের তমিজউদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মারা যান। ১১ জানুয়ারি রাত পৌণে দুইটার দিকে মারা যান কমিল্লার বিংলাবাড়ি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে তমিজউদ্দিন, একই দিন ভোর ৪টার দিকে মারা গেছেন ব্রাহ্মনবাড়িয়ার শাহজাহান। ভোর ৬টার দিকে মারা যান নারায়নগঞ্জের ইউসুফ মেম্বার, হাতেম আলীর ছেলে মো. আলী আজগর বয়াতী, চট্টগ্রামের ইয়াকুব আলী, নওগার শহীদুল ইসলাম। এছাড়া একই দিন সড়ক দুর্ঘটনায় মারা যান নেত্রকোনার মো, মাজহারুল ইসলাম। ১২ জানুয়ারি রাত ৩টার দিকে জয়পুর হাটের হাতখোলা গ্রামের আব্দুল মমিন, সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ধলিয়া বাজার গ্রামের পীরবক্সের ছেলে নূর ইসলাম,কক্সবাজার জেলার করাচিপাড়া গ্রামের মসন আলীর ছেলে ওলি আহমেদ ও শেরপুর জেলার চরশেরপুর গ্রামের ময়েজ আলীর ছেলে আব্দুল কাইয়ুম মারা গেছেন। ১৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যান চাপায় মারা যান নরসিংদীর বিরবাগ মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুরুজ মিয়া মারা যান। ১৬ জানুয়ারি রাত আড়াইটার দিকে গাইবান্ধা জেলার টেংরাকান্দি গ্রামের রমজান আলীর ছেলে গোলজার হোসেন ট্রেন দুর্ঘটনায় মারা যান । একই দিন সুনামগঞ্জের চাঁনপুর গ্রামের হযরত আলীর ছেলে আলাউদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা যান। একই দিন মারা যান ঢাকার নলকোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া। ১৮ জানুয়ারি রাত দেড়টার দিকে শ্বাসকষ্ট জনিত রোগে মারা গেছেন রংপুরের ওসমানপুর গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর, রাত দুইটার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ঝিনাইদহের কালাহাট গোপালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম। এছাড়া বার্ধক্যজনিত কারণে ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলার কামালের হাট গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সোবহান, সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নোয়াখালীর আজিমনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন, রাত ১০টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান চুুয়াডাঙ্গার খাদিমপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ফজলুল হক। ১৯ জানুয়ারি মারা হার্ট অ্যাটাকে মারা যান গাইবান্ধা জেলার চাঁদপাড়া দুর্গাদাহ গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাহ আলম। মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ময়দানে স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা তিনদিন করে দুই পর্বে অনুষ্ঠিত হয়। তবে ২০১৮ সালে মুসল্লিদের দুই পক্ষের মারামারি ও হতাহতের ঘটনার পর আলাদাভাবে দুই গ্রুপ ইজতেমার আয়োজন করছে। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উদ্যোগে এ মহা ধর্মীয় সমাবেশ হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App