×

জাতীয়

পরীক্ষা না পিছিয়ে নির্বাচন এগিয়ে আনলে ভালো হতো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০৭ পিএম

পরীক্ষা না পিছিয়ে নির্বাচন এগিয়ে আনলে ভালো হতো

নির্বাচনের তারিখ পরিবর্তন করে না পিছিয়ে আরো এগিয়ে আনলে ভালো হতো বলে মন্তব্য কারেছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নুর তাপস। এসময় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মেনে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার(১৬ জানুয়ারি) নটরডেম কলেজ ও আরামবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

এসময় তাপস বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে ঠিকই সেখানে হয়তো আমরা প্রচারনায় আরো বেশি সময় পাব। কিন্তু এসএসসি পরিক্ষা পেছানো ঠিক হয়নি। কারণ এই পরিক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ তার পরিবারের ব্যাপক প্রস্তুতির ব্যপার থাকে।

এ বিষয়ে আরো আগে সিদ্ধান্ত নিলে ভাল হত। তাই নির্বাচনের দিন না পিছিয়ে এগিয়ে আনলে হয়তো তাদের এই প্রস্তুতির ছন্দ পতন হোতনা। আমি এই অসুবিধার জন্য শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এ সময় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App