×

জাতীয়

একুশে গ্রন্থমেলা পিছিয়ে ২ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৫:২২ পিএম

একুশে গ্রন্থমেলা পিছিয়ে ২ ফেব্রুয়ারি

প্রতীকী

মহান একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণের পর এমন সিদ্ধান্ত নিয়েছে একুশে গ্রন্থমেলা আয়োজক কমিটি।

বাংলা একাডেমি ও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ভোরের কাগজকে বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ কারণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনের তারিখ একদিন পিছিয়ে করা হয়েছে ২ ফেব্রুয়ারি।

অমর একুশে গ্রন্থমেলার ইতিহাসে এবারই প্রথম ভাষার মাসের দ্বিতীয়দিনে উদ্বোধন হতে যাচ্ছে। তাছাড়া এবারের গ্রন্থমেলা উৎসর্গ করা হচ্ছে জাতির পিতা বঙ্গুবন্ধুকে। মুজিববর্ষের নানা আয়োজনও থাকছে মেলায়। বঙ্গবন্ধুকে নিয়ে ২৬টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। এছাড়া একাডেমির মঞ্চে মেলার ২৬ দিনই বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App