×

জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০১:১০ পিএম

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
লাখো মুসল্লি অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণ জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি আত্মশুদ্ধির জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়। রোববার(১৯ জানুয়ারি) সকাল ১১টার পর টঙ্গীর তুরাগ নদীর তীরে মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজাম উদ্দিন মার্কাজের মুরব্বি মাওলানা জামশেদ। এর আগে রবিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসেকুল ইসলাম। আখেরী মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দান ও তার আশেপাশে সমাবেত হন। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক মহিলা টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিন। বাদ ফজর বয়ান করনে মাওলানা ইকবাল হাফিজ। এরপর শুরু হবে হিদায়াতী বয়ান। হিদায়াতী বয়ান করবেন মাওলানা জমশেদ। বাংলায় তরজমা করবেন মাওলানা আশরাফ আলী। ইজতেমার এই পর্বে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ইংল্যান্ডসহ বিশ্বের ৩২ টি দেশ থেকে প্রায় আড়াই সহস্রাধিক মুসল্লি অংশ গ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App