×

খেলা

বজের ঘূর্ণিতে দিশেহারা প্রোটিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১১:০১ পিএম

বজের ঘূর্ণিতে দিশেহারা প্রোটিয়া
সফরকারী ইংল্যান্ডে বিপক্ষে টেস্ট সিরিজে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগেই ভালো করতে পারছে না প্রোটিয়ারা। তৃতীয় টেস্ট ম্যাচে বেন স্টোকস এবং অলি পোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪৯৯ রানেই ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। পোর্ট এলিজাবেথে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য এটা নিশ্চিত বড় একটি চ্যালেঞ্জ। এমনকি ইংলিশদের এ রান পাহাড়ের জবাবে লড়াই করতে নেমে ২২ বছর বয়সী বেলার ডমিনিক মার্ক বেজের ঘূর্ণি ফাঁদে আটকে গেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা এ অফ স্পিনারের ঘূর্ণিতে ১০৯ রান তুলতেই ৫ উইকেট খুইয়েছে ফাফ ডু প্লেসিরা। যাইহোক শনিবার তৃতীয় দিন বৃষ্টির কারণে বেঁচে গেছে দক্ষিণ আফ্রিকা। রান ১১৩ হওয়ার পরই নামে বৃষ্টি। ৫ উইকেটে ১১৩ রান দক্ষিণ আফ্রিকার। উইকেটে অপরাজিত আছেন অ্যানরিখ নর্টজে ১৪ রানে এবং কুইন্টন ডি কক কোনো রান না নিয়ে। আর এখনো ৩৮৬ রান পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। হাতে আছে আর মাত্র ৫ উইকেট। নিশ্চিত ফলোঅনের শঙ্কার মধ্যে রয়েছে স্বাগতিক প্রোটিয়ারা। এ দিন বল হাতে ইংল্যান্ডের বোলার ডম বেজ একাই শিকার করেন ৫টি উইকেট। এক কথায় বলা যায় তিনি দুর্দান্ত বোলিং করেছেন। ডম বেজ ১৮.২ ওভার বল করে ৪১ রান দিয়ে এই ৫ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে এখনো পর্যন্ত এটাই তার সেরা বোলিং। এর আগে তার সেরা ছিল ৩৩ রানে ৩ উইকেট। স্টুয়ার্ট ব্রড, স্যাম কুরান, মার্ক উড কিংবা জো ড্যানলিরা বোলিং করে কোনো উইকেটই নিতে পারেননি। সফল হয়েছেন শুধুমাত্র ডম বেজ। ২ ওপেনার পিটার মালান এবং ডিন এলগার ৫০ রানের জুটি বেঁধেছিলেন। কিন্তু ১৮ রান করা মালানকে রিটার্ন ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ডম বেজ। এরপর ১০ রান করে ফিরে যান জুবায়ের হামজা। সর্বোচ্চ ৩৫ রান করা ডিন এলগার আউট হন তৃতীয় উইকেট হিসেবে। ফাফ ডু প্লেসি, ফন ডার ডুসেন দ্রুত আউট হয়ে গেলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App