×

খেলা

পাকিস্তানের হুমকি মাহমুদউল্লাহ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

পাকিস্তানের হুমকি মাহমুদউল্লাহ!

 বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী পাকিস্তানি খেলোয়াড় আহসান আলী। জাতীয় দলে এখনো অভিষেক না হলেও পাকিস্তান সুপার লিগে খ্যাতি রয়েছে তার। আর এই আহসান আলী জানিয়েছেন বাংলাদেশের জন্য আসন্ন সিরিজ নিয়ে পাকিস্তান সবচেয়ে বেশি ভাবছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। কারণ তাদের ধারণা পাকিস্তানের বিপক্ষে হুমকি হয়ে দাঁড়াতে পারেন তিনি। আহসান আলী বলেন, ‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তারা এখন অনেক পরিণত একটি দল। আর তাদের দলে রয়েছে মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যান। যিনি দলকে অনেক ম্যাচে জিতিয়েছেন। তার ব্যাটিং নিয়ে আমাদের ধারণা আছে। তিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এককথায় বলতে গেলে বাংলাদেশ সব দিক দিয়ে অনেক উন্নতি করেছে। আমি মনে করি, এটি একটি প্রতিদ্বদ্বিতামূলক সিরিজ হবে’। আর এমন সিরিজটি সবাইকে মাঠে বসে উপভোগ করার অনুরোধ করেছেন তিনি। আহসান বলেন, ‘সিরিজটি দুই দলের জন্যই অনেক কঠিন হবে। আর প্রতিদ্বদ্বিতাপূর্ণ হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব স্টেডিয়ামে এসে খেলা দেখবেন’।

মাহমুদউল্লাহকে নিয়ে পাকিস্তানের আলাদা ভাবার কারণও রয়েছে। কারণ টি-টোয়েন্টিতে প্রায় হারা ম্যাচ জিতিয়ে আনার রেকর্ড রয়েছে। ২০১৮ সালে নিদাহাশ ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই রান একাই করে দলকে মাত্র ২ উইকেটের জয় এনে দিয়েছিলেন তিনি। ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের এটি অন্যতম স্মরণীয় জয়। তা ছাড়া পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। এখন মুশফিকের শূন্যস্থানটাও পূরণ করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে। তাই স্বাভাবিকভাবেই এখন তার দিকেই নজর দিচ্ছে পাকিস্তানিরা। এখন দেখার বিষয় পাকিস্তানের ভয়কে তিনি বাস্তবে রূপান্তর করতে পারেন কিনা। সেটি করতে পারলে বাংলাদেশ পাকিস্তানের মাটি থেকে সিরিজ নিয়েই দেশে ফিরতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App