×

জাতীয়

নির্বাচন কমিশনকে সিপিবির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৩:১৮ পিএম

নির্বাচন কমিশনকে সিপিবির চিঠি
স্বরস্বতী পূজার সময় ঘোষিত নির্বাচনের তারিখ পরিবর্তন, ইভিএম-এ নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ কয়েকটি দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফ্যাক্স যোগে এ চিঠি পাঠানো হয়েছে বলে সিপিবি সূত্রে জানা গেছে। সিপিবি’র সম্পাদক ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে সরস্বতী পূজার দিন ভোট না করে ভোটের তারিথ পরিবর্তন, ইভিএম বাতিল করে ব্যালটে ভোট গ্রহণ, সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ এবং নির্বাচনে জামানত কমানো। চিঠিতে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কঠোরভাবে আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করার দাবি জানিয়েছে সিপিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App