×

জাতীয়

ঢাকার দুই সিটির নির্বাচন ১ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৮:২৩ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা। এর আগে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে দুই সিটির নির্বাচনে তারিখ ঘোষণা নিয়ে দেখা দেয় জটিলতা। বিভিন্ন মহল থেকে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ওঠে। এক পর্যায়ে আন্দোলনে নেমে অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনও করা হয়। তবে সে আবেদন খারিজ করে দেয়ার পর আপিল বিভাগে আবেদন জানানো হয়। আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) আপিলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এমন পরিস্থিতির মুখে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসেন ইসি কর্মকর্তারা। তবে বৈঠক শেষ হওয়ার আগেই শিক্ষামন্ত্রণালয় থেকে পূর্ব নির্ধারিত এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ১ ফেব্রুয়ারি থেকে দুই দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এরপরই ইসি থেকে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করার ঘোষণা আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App