×

জাতীয়

ছাত্রলীগকে দেখে মানুষ যেন রাজনীতিতে আকৃষ্ট হয়

Icon

nakib

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৯:২৮ পিএম

ছাত্রলীগকে দেখে মানুষ যেন রাজনীতিতে আকৃষ্ট হয়

ছাত্রলীগের কেন্দ্রীয় লিডারশিপ ওরিয়েন্টশন প্রোগ্রামে বিএম মোজাম্মেল হক

ছাত্রলীগকে সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির সাবেক নেতা ও বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ছাত্রলীগের নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে যেন মানুষ তাদের দেখে রাজনীতিতে আকৃষ্ট হয়। মেধাবীদের দিয়ে ভাল নেতৃত্ব গড়ে তুলতে হবে। ছাত্রনেতাদের সৎ হতে হবে। সকল ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। শনিবার (১৮ ডিসেম্বর)  বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির লিডারশিপ ওরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই  বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু ভালো কর্মী হলেই চলবে না। ভালো ছাত্র হতে হবে। সেইসঙ্গে উত্তম চরিত্রের অধিকারীও হতে হবে। একজন ছাত্রনেতাকে সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন। প্রায় ৫০ মিনিটের বক্তব্যে বিএম মোজাম্মেল ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা শেখ হাসিনার ভিশন ও ছাত্রলীগকে আগামী দিনে কীভাবে চলতে হবে তা নিয়ে বিস্তারিত পরামর্শ দেন। বিএম মোজাম্মেল হক বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে আমৃত্যু এদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে হলে তাঁর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটির পাশাপাশি কারাগারের রোজনামচা বইটি খুব ভাল ভাবে পড়তে হবে। তাহলে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও ত্যাগ সম্পর্কে তোমরা জানতে পারবে। এসময় তিনি বলেন, সৎ থাকলে যে ভাল কিছু করা যায়, তার জলন্ত উদাহরণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে আমূল পরিবর্তন করেছেন। বাংলাদেশ কোথায় ছিল, আর আজ কোথায় এসেছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এর একমাত্র অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ শেখ হাসিনার সততা, দেশপ্রেম ও আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App