×

জাতীয়

অফিসার্স ক্লাবের সম্পাদক মেজবাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম

অফিসার্স ক্লাবের সম্পাদক মেজবাহ

অফিসার্স ক্লাব ঢাকা’র ২০২০ ও ২০২১ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬-০০ টা থেকে রাত ১০-০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ২৩টি পদের মধ্যে ২২ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে একটি, ভাইস চেয়ারম্যান পদে তিনটি, কোষাধ্যক্ষ পদে একটি, যুগ্ম-সম্পাদক পদে তিনটি এবং চৌদ্দটি সদস্য পদে প্রতিদ্বন্তিতা হয়। মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে নির্বাহী কমিটির চেয়ারম্যান। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৮৪। এদের মধ্যে ৪২৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোর ৫-০০টায় সহস্রাধিক ক্লাব সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন ২৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১৬৪৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কে.এম. মোজাম্মেল হক ২০১৫ ভোট, মো. আনছার আলী খান ২০১১ ভোট ও জনাব এম. খালিদ মাহমুদ ১৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম ১৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস পেয়েছেন ১৬০০ ভোট। যুগ্ম সম্পাদক পদে জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ৩৫০৯ ভোট, প্রফেসর ড. ফেরদৌসী খান ৩০৬২ ভোট ও জনাব মো. আজহারুল ইসলাম খান ৩০৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ২৪৪০ ভোট, ডাঃ মো. আমিনুল ইসলাম ২১৭৩ ভোট, তানিয়া খান ২১৭০ ভোট, মুহাম্মদ সাকিব সাদাকাত ২১৩২ ভোট, মো. দেলোয়ার হোসেন ২০৯৬ ভোট, মো. আলমগীর হোসেন ২০৯১ ভোট, প্রফেসর আশরাফুন নেসা রোজি ২০৮৯ ভোট, সুরাইয়া পারভীন শেলী ২০৬০ ভোট, মো. আখতারুজ্জামান ২০৩৩ ভোট, এম এ মাজিদ ২০২৫ ভোট, জসীম উদ্দীন হায়দার ২০২১ ভোট রথীন্দ্র নাথ দত্ত ১৯৪৫ ভোট, স্থপতি মীর মনজুরুর রহমান ১৯৩৭ ভোট, এবং ড. মো. জাকেরুল আবেদীন (আপেল) ১৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App