×

সারাদেশ

নিজ হাতে বাঁধ মেরামতে ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৩:৫২ পিএম

নিজ হাতে বাঁধ মেরামতে ইউএনও

নিজ হাতে বাঁধ মেরামতের কাজ করছেন ইউএনও নাজমুন নাহার। ছবি: প্রতিনিধি।

নিজ হাতে বাঁধ মেরামতে ইউএনও

বাঁধ মেরামতে ইউএনওকে সহায়তা করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: প্রতিনিধি।

নিজ হাতে বাঁধ মেরামতে ইউএনও

বাঁধ মেরামতে ইউএনও তদারকি। ছবি: প্রতিনিধি।

রাতের অন্ধকারে কে বা কারা বিলের বাঁধ কেটে দেয়ায় নবাবগঞ্জ উপজেলার কয়েকশত একর জমির বীজতলা পানিতে নিমজ্জিত হয়। এতে ক্ষতির মুখে পড়েন অসংখ্য চাষী। এ ঘটনায় সবাই যখন ক্ষুব্ধ, হতাশ তখন এগিয়ে আসেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। শ্রমিকদের সঙ্গে করে নিজের হাতে বাঁধ মেরামত করেন।

এমন ঘটনায় অসংখ্য চাষীর ফসল রক্ষা হয়েছে, ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে শত শত একর বীজতলা। এতে প্রশংসায় ভাসছেন ইউএনও।

স্থানীয়রা জানান, গত ১৪ জানুয়ারি উপজেলার আশুরার বিলের বাঁধ দুষ্কৃতকারীরা কেটে দেয়। এতে শাখা করতোয়া নদীর পানি আকস্মিক ভাবে বেড়ে গিয়ে শত শত একর জমির ইরি বীজতলা তলিয়ে যায়। খবর পেয়েই ইউএনও নাজমুন নাহার ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সহায়তায় বাঁধ মেরামতের কাজ শুরু করেন। তবে শ্রমিক স্বল্পতায় কাজে পিছিয়ে যেতে থাকে।

উপায়ন্তর না দেখে ইউএনও নিজেই খালি বস্তায় মাটি ভর্তি করতে লাগলেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ উপস্থিত সবাই ইউএনও কাজে সহযোগিতায় নেমে পড়েন। এক সময় কেটে দেয়া বাঁধ মেরামত হয়ে গেছে পানি বন্ধ হয়ে যায়।

এদিকে নিজ হাতে ইউএনওর বাঁধ মেরামতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবার মুখে মুখে ইউএনওর প্রশংসা ছড়িয়ে পড়ে।

নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম জানান, খুব তাড়াতাড়ি বাঁধ মেরামত করতে পারায় কৃষকদের বীজতলা রক্ষা করা সম্ভব হয়েছে।

ইউএনও নাজমুন নাহার প্রতিক্রিয়া জানিয়ে ভোরের কাগজকে বলেন, আমি কাজ করেছি মূলত উপস্থিত শ্রমিকদের কাজে উৎসাহ দিতে। তাছাড়া বাঁধ মেরামত দ্রুত না হলে অতগুলো বীজতলা রক্ষা করা সম্ভব হতো না।

[caption id="attachment_196065" align="aligncenter" width="1168"] বাঁধ মেরামতে ইউএনওকে সহায়তা করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ছবি: প্রতিনিধি।[/caption] [caption id="attachment_196066" align="aligncenter" width="1168"] বাঁধ মেরামতে ইউএনও তদারকি। ছবি: প্রতিনিধি।[/caption] আগের নিউজ পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App