×

শিক্ষা

ঢাবিতে অনশন চলছেই, অসুস্থ ১০ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৪:৫১ পিএম

https://www.youtube.com/watch?v=n2UWhwmjoTo&t=16s

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গত ২৪ ঘণ্টায় আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন অন্তত দশজন শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে অনশনকারী দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে রয়েছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী ও শিক্ষার্থী অর্ক।

এর আগে সকাল ৮টার অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস ও সমাজসেবা সম্পাদক প্রদীপ দাস। পরে তাদের হাসপাতালে নিয়ে যেতে চাইলে রাজি হননি। তারা বলেন, আমাদের দাবি পূর্ণ না হওয়ার আগের স্থান ত্যাগ করবো না। তাই অনশনের স্থান রাজু ভাস্কর্যের পাদদেশেই সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক এসে স্যালাইন দিয়ে যান।

[caption id="attachment_196110" align="aligncenter" width="700"] আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি।[/caption]

এরপর বেলা ১২টায় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ এর শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতী বর্ষের শিক্ষার্থী অর্ক শাহা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে একে একে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, বহিরাঙ্গণ ক্রিয়া সম্পাদক অর্ণব হোড়, জগন্নাথ হলের শিক্ষার্থী জয়ন্ত বণিক, সবুজ শাহা, সুকেশ দেবনাথ ও মহসিন হলের শিক্ষার্থী রবিউল ইসলাম। তাদের সবাইকেই রাজু ভাস্কর্যের পাদদেশে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, কোনোভাবেই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি পূজার প্রস্তুতি সম্ভব নয়। এভাবে পূজা বাধাগ্রস্ত করে নির্বাচন হলে বাংলাদেশ তার অসাম্প্রদায়িক চরিত্র হারাবে বলে জানান তারা। তাই কোনোভাবেই দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস হতে দেয়া হবে না। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের আহ্বান জানান শিক্ষার্থীরা।

[caption id="attachment_196111" align="aligncenter" width="960"] অসুস্থ হয়ে পড়ার পর শিক্ষার্থীদের নেয়া হচ্ছে হাসপাতালে। ছবি: প্রতিনিধি।[/caption] [caption id="attachment_196116" align="alignnone" width="960"] অসুস্থ হয়ে পড়ার পর শিক্ষার্থীদের নেয়া হচ্ছে হাসপাতালে। ছবি: প্রতিনিধি।[/caption] [caption id="attachment_196117" align="aligncenter" width="1280"] অনশনস্থলে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App