×

আন্তর্জাতিক

ইরানী মিসাইলে সেনা আহতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

Icon

nakib

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৬:১৭ পিএম

ইরানী মিসাইলে সেনা আহতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকের বাগদাদে ইরানের পক্ষ থেকে মার্কিন সেনাঘাটি লক্ষ্য করে মিসাইল হামলায় কয়েকজন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ঘটনার পর কেউ আহত হয়নি বলে দাবি করলেও এখন দেশটির পক্ষ থেকে হামলার পর ১১ জন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানানো হয়। গত ৮ জানুয়ারি ইরানের কুর্দ ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছিল ইরান। হামলার আগেই প্রায় ১৫শত মার্কিন সেনাকে নিরাপত্তার জন্য বাঙ্কারে সরিয়ে নেয়া হয়েছিল। তাছাড়া কিছু সৈন্যকে জার্মানি ও কুয়েতেও সরিয়ে নেয়া হয়েছিল বলে জানায় দেশটির কেন্দ্রীয় সেনা কমান্ড। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর এক সংবাদ সম্মেলনে কেউ আহত হয়নি বলে  দাবি করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App