বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) কৃষিবিদ আব্দুল মান্নান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন।
রাজনীতিবিদ আব্দুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।
তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি। তার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর কবির নানক। এমপি মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃষিবিদ আব্দুল মান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।