×

শিক্ষা

সিটি নির্বাচনের দিন পরিবর্তনে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৬:২৭ পিএম

সিটি নির্বাচনের দিন পরিবর্তনে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

আগামী ৩০ জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ায় এর তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইনগেইট সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুপন সূত্রধরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ‘৩০ জানুয়ারি ছুটির দিন। পূজার জন্য অনেক আয়োজন থাকে। সেগুলা আগের দিন থেকে করতে হয়। কিন্তু নির্বাচন হলে সেটা সম্ভব নয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়। তাহলে কিভাবে পূজা অনুষ্ঠিত হবে। আমরা চাই, নির্বাচন পেছানো হোক।

বক্তারা আরো বলেন, ‘৩০ জানুয়ারি আমাদের শাস্ত্র অনুসারে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হবে। কিন্তু উদ্বিগ্নের বিষয় হলো একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল স্কুল-কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পূজা অনুষ্ঠিত হয়। ওই পূজায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের আবহমানকাল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি হিল্লোল কান্তি দাস বলেন,'ধর্ম নিরপেক্ষতার দাবি নিয়ে দাঁড়াতে হবে এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। এই তারিখে নির্বাচন দেয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষৎ এমন সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষন করে বলেন,' নির্বাচন কমিশন ভুল করেছে। সরকারের হস্তক্ষেপও কামনা করেন। এ ছাত্রসমাজ ৩০ জানুয়ারি নির্বাচন হতে দিবেনা বলে জানান তিনি।'

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ বলেন,' নির্বাচন কমিশনার হঠকারি ও গর্দভমার্কা সিদ্ধান্ত নেবার জন্য কুবি শাখা ছাত্রলীগ থেকে ধিক্কার জানান। নির্বাচন কমিশনে কিছু দুষ্কৃতিকারীর প্রবেশের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App