×

জাতীয়

বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১১:৩১ এএম

বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আদালত
আলোচিত ও গুরুত্বপূর্ণ বেশ কিছু চাঞ্চল্যকর মামলা এবং ঘটনার জন্য গত বছর মানুষের আগ্রহ-আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দেশের আইন অঙ্গন। বিশেষ করে, তিন বিচারপতির অব্যাহতি, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার ৩১ কর্মকর্তা বদলি। এ ছাড়া আদালতে নজিরবিহীন হট্টগোল, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলা মামলার রায়, দুধ নিয়ে হাইকোর্টের আদেশ, জাহালমের মুক্তি, বহুল আলোচিত বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার বিষয়গুলো গেল বছরজুড়েই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তিন বিচারপতির অব্যাহতি : গত বছর পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকাজ থেকে অব্যাহতি দেয়া হয়। তিন বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা উল হক এবং এ কে এম জহুরুল হক। তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অনুসন্ধান চলায় রাষ্ট্রপতির পরামর্শে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের অব্যাহতি দেন। এর আগে গত ১৬ মে নিম্ন আদালতের মামলায় আদেশ বাতিলের অভিযোগ উঠে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চের বিরুদ্ধে। ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধ হস্তক্ষেপ করে আদেশ জারির মাধ্যমে হাইকোর্টের ওই বেঞ্চ রায় পাল্টে দেন বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযোগ তুলেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংশ্লিষ্ট অর্থঋণ আদালতের (নিম্ন আদালত) মামলাটির সব আদেশ বাতিল ঘোষণা করেছিলেন। এ অভিযোগে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হককে অব্যাহতি দেয়া যায় কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সুপ্রিম কোর্ট প্রশাসন। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের ৩১ কর্মকর্তা বদলি : দুর্নীতির অভিযোগে গত বছর সুপ্রিম কোর্টের ফাইলিং ও এফিডেভিট শাখার ৩১ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। এ ঘটনায় আইন অঙ্গনে তোলপাড় হয়। এক সঙ্গে এত কর্মকর্তা ও কর্মচারীর বদলির ঘটনা উচ্চ আদালতে নজিরবিহীন। আদালতে নজিরবিহীন হট্টগোল : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে নজিরবিহীন হট্টগোল হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে প্রতিবেদন তৈরি না হওয়ায় তা সেদিন আদালতে দাখিল করেনি রাষ্ট্রপক্ষ। সে জন্য বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করেন আপিল বিভাগ। স্বাস্থ্যগত প্রতিবেদন জমা না দেয়ায় রাষ্ট্রপক্ষকে দোষারোপ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে হট্টগোল করেন বিএনপির আইনজীবীরা। এ অবস্থায় এজলাস থেকে নেমে যান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। এজলাস থেকে নেমে যাওয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে বলেন, সব কিছুর সীমা থাকা উচিত। আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন, তা নজিরবিহীন। পরে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল বিএনপির আইনজীবীদের দোষারোপ করেন। বিএনপির আইনজীবীরা দোষারোপ করেন রাষ্ট্রপক্ষকে। ৫২ পণ্য নিয়ে হাইকোর্টের আদেশ : পরীক্ষায় নিম্নমান প্রমাণ হওয়ায় ৫২টি খাদ্যপণ্য বাজার থেকে ১০ দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে গত বছর আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন আদালত। পরে ২৩ মে আদালত আদেশে জানান, নিম্নমানের ৫২ পণ্যের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারজাত করতে চায় তাহলে বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষা করাতে হবে। মান পরীক্ষায় উত্তীর্ণের পর বিএসটিআই অনুমতি দিলে তা বাজারজাত করা যাবে। দুধ নিয়ে হাইকোর্টের আদেশ : বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধে ২৮ জুলাই নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এসব দুধ ক্রয় ও মজুদ করা থেকেও বিরত থাকতে বলা হয়। বিএসটিআইয়ের লাইসেন্সধারী এই ১৪ কোম্পানির উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও ধাতব উপাদানের (সিসা) উপস্থিতি থাকায় আদালত ওই নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যখনই কোনো প্রতিষ্ঠানে কোনো রকম দুর্নীতি ঢুকে যায়। তখন সেই দুর্নীতি রোধের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। আমি মনে করি এ বদলিগুলো তারই একটি অংশ হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না। তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফেনীর নুসরাত হত্যা মামলা : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার গত ২৭ নভেম্বর অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার ৮০৮ পৃষ্ঠার রায়ে তৎকালীন পুলিশের এসপি ও ওসি মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। রায় ঘোষণার মাধ্যমে অপরাধ ঘটার সাড়ে ছয় মাসের মধ্যে এবং মাত্র ৬১ কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে মামলাটির। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা মামলার রায় : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলা মামলার রায়ে ৭ আসামির ফাঁসির নির্দেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হামলার ৩ বছর ৪ মাস পর এ রায় ঘোষণা করা হয়। হাইকোর্টে অতিরিক্ত নয় বিচারপতি নিয়োগ : গত বছরের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ৯ জন। ২১ অক্টোবর শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছর এ নয় অতিরিক্ত বিচারপতি দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত নয় বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এখন মোট বিচারপতির সংখ্যা ১০০ জন। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন সাতজন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। খবর প্রকাশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনা : বিচারাধীন মামলার বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে গত বছরের ১৬ মে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা তৈরি হলে ২১ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের সই করা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তবে আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকাজ প্রভাবিত করে এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়। জাহালমের মুক্তি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাণ্ডে বিনা দোষে তিন বছর কারাভোগের পর গত ৩ ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন পাটকল শ্রমিক জাহালম। সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে আটক হতে হয় টাঙ্গাইলের জাহালমকে। তিন বছর তাকে কাটাতে হয় কারাগারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App