×

খেলা

দুই অধিনায়কের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম

দুই অধিনায়কের গল্প
বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের নেতৃত্বে রয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে রাজশাহী রয়্যালসের নেতৃত্বে রয়েছেন আন্দ্রে রাসেল। এ ২ অধিনায়কই নিজের দলকে ফাইনালে তুলতে বড় ভ‚মিকা রেখেছেন। খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম নিয়মিত পারফরমেন্স করেছেন। তিনি এখন রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকারী ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। অন্যদিকে আন্দ্রে রাসেল তার দলকে ফাইনালে তুলতে অবদান রেখেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় প্লে-অফের ম্যাচে তার ২২ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসটিই রাজশাহীকে ফাইনালে পৌঁছে দেয়। মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে খেলে যাচ্ছেন তিনি। মুশফিক বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৬৯টি। এর মধ্যে টেস্ট ৬৯টি। ওয়ানডে ২ হাজার ১৬টি টি-টোয়েন্টি ৮৪টি। টেস্টে তার রান ৪ হাজার ২১০। ওয়ানডেতে ৬ হাজার ১০০। আর টি-টোয়েন্টিতে তার রান রয়েছে ১ হাজার ৬০। টেস্টে তিনি এখন পর্যন্ত ৬টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি পেয়েছেন। ওয়ানডেতে তার রয়েছে ৭টি সেঞ্চুরি ও ৩৭টি হাফসেঞ্চুরি। আর টি-টোয়েন্টিতে তার রয়েছে ৫টি হাফসেঞ্চুরি। মুশফিক এমন একজন ব্যাটসম্যান যিনি প্রয়োজনমতো জ্বলে উঠতে পারেন। তার প্রমাণ তিনি ক্রিকেটের সব ফরমেটেই রেখেছেন। টেস্টে তার রয়েছে ডাবল সেঞ্চুরি। আবার টি-টোয়েন্টি খেলতে নামলে মারমুখী ভঙ্গিতে খেলেন তিনি। যেমন গতবছরের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি খলিল আহমেদের এক ওভারে ৪টি চার মেরেছিলেন। এবারের বিপিএলে মুশফিক এখন পর্যন্ত রান করেছেন ৪৭০। যা এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রান। মুশফিক বিপিএল ছাড়াও করাচি কিংসের হয়ে খেলেছেন পাকিস্তান সুপার লিগে। এ ছাড়া শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১টি টেস্ট, ৫৬টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ। রাসেল উইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন ২০১০ সালে। সে বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। কিন্তু এরপর আর টেস্ট খেলেননি তিনি। মারকুটে ব্যাটিং ভঙ্গির কারণে দ্রুতই সারা বিশ্বে নাম কুড়ান তিনি। আইপিএল, বিপিএলের মতো টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলোতে নিয়মিত ডাক আসে তার। রাসেল আইপিএল, বিপিএল ছাড়াও খেলেছেন পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ান বিগব্যাশ ও গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগের মতো বড় প্রতিযোগিতাগুলোতে। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে। এই দুবারই উইন্ডিজ দলে ছিলেন তিনি। আন্দ্রে রাসেল এখন পর্যন্ত উইন্ডিজের হয়ে ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন ২ হাজার ২২৯। আর ৪৭টি টি-টোয়েন্টি খেলে করেছেন ৪৬৫ রান। ওয়ানডেতে তার হাফসেঞ্চুরি রয়েছে ৪টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App