×

খেলা

আইসিসি বর্ষসেরা একাদশে নেই সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৯ এএম

আইসিসি বর্ষসেরা একাদশে নেই সাকিব
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন বেন স্টোকস। তবে বিশ্বকাপ স্বপ্নের মতো কাটলেও একাদশে জায়গা মেলেনি বাংলাদেশ তারকা সাকিব আল হাসানের। গতকাল আইসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বছরজুড়ে ক্রিকেটের নানান ফরমেটে অবদান রাখায় প্রতি বছরই ক্রিকেটারদের সম্মাননায় ভ‚ষিত করা হয়। বিশ্ব ক্রিকেটে ২০১৯ সালে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম নিঃসন্দেহে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দ্বাদশ বিশ^কাপ ফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে দলকে প্রথমবারের মতো শিরোপা জেতানো, পরে অ্যাশেজ সিরিজে ১৩৫ রানের অনবদ্য এক ইনিংস খেলা। গত বছরের বিশ্ব ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপনই ছিল স্টোকসের এ দুটি ইনিংস। এছাড়া বছরজুড়ে দারুণ ধারাবাহিক ছিলেন তিনি। যার সুবাদে ভারতীয় ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে আইসিসি ঘোষিত বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টোকস। দারুণ এই অর্জনে বেজায় খুশি স্টোকস। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ইংল্যান্ড তারকা বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। এমন একটা পুরস্কার পাওয়া অনেক বড় কিছু। আসলে সবই ইংল্যান্ডের জন্য সম্ভব হয়েছে। গত কয়েকটা মাস আমাদের দুর্দান্ত কেটেছে। বিশেষ করে বিশ্বকাপ জেতাটা ছিল গর্বের।’ উল্লেখ্য, ব্যাটে-বলে ইংল্যান্ড প্রথম সারির দল হলেও একটা ট্রফির শূন্যতা তাদের অনেকটা তাড়িয়ে বেড়ায়। এ নিয়ে বেশ হতাশও ছিল তারা। তবে গত বিশ্বকাপে নিজেদের মাটিতে কাক্সিক্ষত ট্রফি জিতে ইতিহাসই গড়ে ইংল্যান্ড। যে ইতিহাসের অন্যতম নায়ক ছিলেন স্টোকস। ওদিকে গত বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। যার সুবাদে উইজডেনসহ ২০১৯ সালে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের বর্ষসেরা দলে জায়গা হয় তার। কিন্তু ১৫ জানুয়ারি প্রকাশিত আইসিসির বর্ষসেরা একাদশে রাখা হয়নি সাকিবকে। পাশাপাশি নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারও। অন্যদের কথা না এলেও বিশ্বকাপে সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। পরিসংখ্যানও সেই কথা বলে ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। সব মিলিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এছাড়া গত বছর ১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে ৭৪৬ রানের পাশাপাশি বল হাতে ১৩টি উইকেট শিকার ছিল তার। ফিক্সিং প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞার কারণেই হয়তো তাকে পুরস্কৃত করা হয়নি। বর্ষসেরা ক্রিকেটার - বেন স্টোকস (ইংল্যান্ড) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার - প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার - রোহিত শর্মা (ভারত) বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরমেন্স - দ্বীপক চাহার (ভারত, বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট) বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার - মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া) বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার - কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড) স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার - বিরাট কোহলি (ওভালে স্টিভেন স্মিথের উদ্দেশ্যে দর্শকদের দুয়ো থামিয়ে দেয়ার ঘটনায়) বর্ষসেরা আম্পায়ার - রিচার্ড ইলিংওর্থ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা (ভারত), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত) ও কুলদ্বীপ যাদভ (ভারত)। আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ : মায়াঙ্ক আগারওয়াল (ভারত), টম লাথাম (নিউজিল্যান্ড), মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App